কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
অজপাঁড়া গায়ের একটি সাহসী ছেলে। প্রাণ চাঞ্চল্যে উদ্দ্যামী। দূর্বার দুর্দমনীয়। পাড়ায় পাড়ায় যার বন্ধু ছিল বন্ধুমহলেই যে নিবেদিত প্রাণ।
দলে দলে ঘুড়ে ফিরে আড্ডায় আড্ডায় মত্ত।
চা এর ষ্টলে খেলার মাঠে বাহদুরীতে ব্যাস্ত।
যখন তখন সবাই ডাক দিলেই পেত।
সবার আগে , সহায়তার হাত পৌছে যেত।
সাথে ছিল সঙ্গী সাথীদের অনুপ্রেরণা।
সবাই মনে করে ছিল , সে মনে হয়।
নেতা হতে চায়।
জননেতা..............
কিন্তু এই ছেলেটির জন নেতাদের প্রতি ছিল অসম্ভব ধরনের ঘৃনা যা তার সঙ্গী সাথীরা কখনো বুঝতে পারেনী।
সে কখনো জননেতা হয়নি, হতে চায়নি।
যা চাইলেই পেত।
কিন্তু এখনো আছে গোপন একধরনের জনসেবায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।