আমাদের কথা খুঁজে নিন

   

মামা....মামা.....দুনিয়ার সব জায়গায় কি আমার জন্য শুধু মামাই থাকবে???

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

বাংলায় একটা মহান বাণী আছে কে দিয়েছেন জানি না ""মামার বাড়ির আবদার""। আর আমি শালায় মামা নিয়ে আছি বিপদে যেখানে যাই সেখানেই মামা। মামা মানেই মুরব্বী। আর মুরব্বী মানেই শ্রদ্ধা ভক্তি সালাম, ভদ্র ছেলে সেজে থাকা। কত করব আর মামাদের জন্য।

জীবনের শুরু থেকে আজও পর্যন্ত মামারা আমার পিছু ছাড়লনা। বড় হয়েছি নানা বাড়িতে। স্বাভাবিক ভাবেই আশে পাশে অনেক মামা ছিল। আমার নিজের মামা , মামার চাচাতো ফুপাতো পাড়াত ভাই সবাই মামা। প্রাইমারী স্কুলে সেখানেও মামার ছড়াছড়ি।

গেলাম হাই স্কুলে হায় খোদা এতো জটিল অবস্থা এখানে স্যারেরা স হ মামা। অনেক স্যারই ছিল মামাদের বন্ধু। গেলাম কেলেজে ২বর্ষে আমার ছোট মামা ব্যস কলেজের সব সিনিয়রা হয়ে গেল মামা। কলেজের পাশে আমার ছোট খালুর বাড়ি। কলেজ থেকে বের হলে খালুর ভাই বন্ধু রা মামা।

কলেজে ঢুকার আগেই সেজো মামার সাথে ব্যবসায় সময় দিতাম। তো দোকানে যখন কাস্টমার আসতো পরিচিতরা মামা। আর অপরিচতরাও মামা কারণ আমার মামা যাকে ভাই বলে আমি তো ভাই বলতে পারিনা। সবচেয়ে কষ্টের ঘটনা আমার এক মাত্র বন্ধু আমার মামা হয়ে গেছে। হাই স্কুলের পাশেই ওর বাসা।

ওর এক বড় ভাই আমার সেজো মামার বন্ধু এখন কি করি ওর ভাই আমার মামাকে ভাই বললে আমি ওর বড় ভাইকে কি বলব? আজও আমার সেই একমাত্র বন্ধটি আমার মামাই আছে। অনার্সে ভর্তি হয়ে ঢাকায় চলে এলাম। মেঝো মামা পাশের ফ্লাটে উঠলাম। আর কি বাসার বাকি সব বাসিন্দারা মামা হয়ে গেল। মামার তিনটা দোকান থেকে একটা আমাকে দিয়েদিল ব্যবসা করার জন্য।

কিন্তু পাড়াত মাস্তানদের জন্য সবাই জানত দোকান মামারই । আবার মামাদের সাথে চলতে লাগল জীবন। দেশ ছাড়লাম মনের কষ্টে এলাম এখানে হায় খোদা এখানে দেখি ভাইয়া সব মামা বানায়া রাখছে। ভাই ভাবী কেহ নাই সব মামা মামী। হবেই বা না কেন ভাইয়াকে এখানে সট করছে আমার খালুর এক পরিচিত লোক মামানে মামা ।

সেই সুবাদে আস্তে আস্তে সব মামাই হয়েছে। আজও বিকালে ঘুরতে গেলে মামা মামীর সাথে..............।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।