.................।
অনেক দিন হলো ব্লগে ঢু মারি প্রতিদিন বাট বাংলা টাইপ পারি না তাই লিখবো লিখবো বলে লিখতে পারি না। আজ ডিসিসান নিলাম যতো কস্ট
হোক একটা পোস্ট দিবই।
এবার টপিকসে আসি। অনেকেই হয়তো বলবে ২৭ মে রোমের ফাইনালে ঠিক হয়ে যাবে কে সেরা, আমি একমত নই।
যদি তাই হতো তাহলে 1990 world cup ফাইনাল er পর মাথউস ম্যারাডোনা থেকে বড় খেলোয়াড় অথবা ২০০৬ এর ফাইনালের পর পিরলো জিদান থেকে বড় খেলোয়াড় হিসেবে চিহ্নিত হতো। সবথেকে বড় উদাহরণ পুসকাস অথবা Cruyff.
রোনাল্ডোর শক্তিশালী দিকঃ শারীরিক দিক থেকে অনেক শক্ত। ভালো হেড, দূ্দান্ত গতির শট & ফ্রীকিক। আরো আছে গতি এবং ড্রিবলিং। ম্যান ইউ অনেক সমথ'ক এর কাছে রোনাল্ডো হলো most এফেকটিভ প্লেয়াড়।
Accuracy অনেক ভালো।
রোনাল্ডোর দূব'ল দিকঃ সব থেকে বড় অভিযোগ বিগ ম্যাচ চোকার। এই সেশ্ন যদি অনেকটা কাটিয়ে উঠেছে,আসে'নাল এর সাথে ফিরতি ম্যাচ অথবা পো'তো এর সাথে ফিরতি ম্যাচে গোল। তারপরে ও আমি বলব রোনাল্ডো বিগ ম্যাচ চোকার। একটু যদি অবজা'ভ করলে দেখব অধিকাংশ বড় ম্যাচ রোনাল্ডো মিডফিল্ড অথবা উইং কাপাতে পারে নাই, যা গোল পেয়েছে সব হেড অথবা ফ্রীকিক থেকে,এফেকটিভ ড্রিবলিং আমি এই পয'ন্ত দেখি নাই কোনও বড় টিমের সাথে।
আমার রোনাল্ডোর ড্রিবলিং দেখলে মনে পরে রিয়ালের ফিগোর কথা যে ড্রিবলিং করতে গিয়ে বল অন্য টিমের ডিফেন্ডারের কাছে রেখে আছতো অথবা পরে যেতো নিজেই। এটার মেইন ক্জ হলো রোনাল্ডোর বল কন্ট্রোল midlevel এর। এই জন্য শক্তিশালী মাকিং এ অনেকটা গতি এবং ড্রিবলিং অকায'কর হয়ে পরে। রোনাল্ডোর একা ম্যাচের গতিপথ বদলানোর মতো বলার রেক'ড নেই । সেই জন্যই হয়তো পতু'গালের তেমন কোনো অজ'ন অথবা বলার মতো কোনো পারফমেন্স নেই।
মেসির শক্তিশালী দিকঃ সব থেকে শক্তিশালী দিক অনেক বেশি নয়নমনোহর ফুটবলার। সুপার বল কন্ট্রোল ,ডিফেন্স ভেন করা পাস,ড্রিবলিং এই সময়ে বেস্ট খেলোয়াড়। উইং,attacking মিডফিল্ডার,2nd স্ট্রাইকার পজিশনে সাবলীল। সব থেকে বড় সুবিধা পায় টিম, কারণ মেসি কে নিয়ে অন্য টিমের ১/২ জন ডিফেন্ডার ব্যস্ত থাকবে যা নিজের টিমের অন্য খেলোয়াড়কে সুবিধা করে দেয়। অনেক বেশি বিগ ম্যাচ পারফরমার।
জাতীয় দলে প্রমাণিত পারফরমার। মাএ ২১ বছর বয়সেই একাই ম্যাচের ভাগ্য নিধা'রণ করে দিতে পারে.
মেসির দূব'ল দিকঃ রোনাল্ডোর শক্তিশালী দিক হলো মেসির দূব'ল দিক। শারীরিক দিক থেকে দুব'ল। বা'সাতে জাভি অথবা জাতীয় দলে এতদিন রিকুয়লমে থাকায় ফ্রীকিক নেওয়ার সুযোগ কম তাই এটাও একটা দূব'ল দিক।
যারা ম্যান ইঊ সমথ'ক তারা ব্যতিত সবার কাছে(example:Fabio cappelo,raul) নেক্সত ডিকেড সুপার স্টার মেসি।
আমি সুন্দর ফুটবলারের পূজারি, আমার কাছে অন ফ'ম রোনাল্ডিনহো এবং জিদানের অবসরের পর বেস্ট ফুটবলার মেসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।