আমাদের কথা খুঁজে নিন

   

Memory card এর File hide(লুকান) কোনোপ্রকার software ছাড়া।(পর্ব-১)

আমি নতুন Tuner আজ Join করেছি আর এটাই আমার প্রথম Tune। আমি আজ প্রথম যে post টা দিব সেটা ফোন সম্পর্কে। আপনি কি আপনার memory card থেকে গুরুত্বপূর্ণ folder hide(লুকাতে)চান যাতে অন্য কেও সেটা দেখতে না পাই। এজন্য আপনাকে যা করতে হবে!প্রথমে আপনি  আপনার memory card এ প্রবেশ করুন তার পর option এ যান এবার add folder এ যান folder টির নাম দিবেন SOFT.jad এটা। এবার যে folder গুলো hide করবেন সেগুলো আপনার এই নব তৈরি করা folder টির  ভেতর move করুন।

এবার আরেকটা folder তৈরি করুন যার নাম দিবেন SOFT.jar এটা। এবার দেখুন আপনার আগের তৈরি করা soft.jad folder টি আর দেখা যাচ্ছে না অর্থাৎ আগের টা hide হয়ে গেছে। এখন আপনি যদি আবার সেই folder টি দেখতে চান তাহলে SOFT.jar এই folder টির নাম change করে অন্য যেকোনো নাম দিয়ে দিন তাহলেই আগের folder টি আবার দেখা যাবে!screen shot লাগলে comment দিবেন। এই post টা এখানে আগে দেওয়া হয়েছে কি তা আমি জানি না। প্রথম post কোন ভুল হলে জানিয়ে দিবেন।


বিঃদ্রঃএটা আমি nokia phone এ করে থাকি অন্য phone এ হবে কি না জানি না!
ফেসবুক এ আমকে পেতে হলে     http://www.facebook.com/kamrul88.kamal

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।