অমিতাভ অধিকারী
হ্যাঁ ফার্মিনা, তোমার কথাই ভাবছিলাম ।
আজকের মেঘলা সন্ধ্যায়,
আমার উত্তরের জানালা দিয়ে
যখন ধূসর আকাশ দেখছিলাম ;
তোমার, শুধু তোমার কথাই ভাবছিলাম ।
তোমার চোখের গাঢ়, কালো আইরিশের
মতো সন্ধ্যা ঘনিয়েছিল,
অন্যান্য দিনের মতো কার্নিশের কাকেরা
ছিলোনা কর্কশ কিংবা সরব ।
দূরের পান্ডুর আকাশের গায়ে যখন
বিদ্যুৎ চমকাচ্ছিল থেকে থেকে,
তখন আমার তোমার কথা মনে পড়ছিল ।
আসন্ন ভেজা হাওয়ার পূর্বাভাস,
জানালার গরাদের চোখরাঙানি পেরিয়ে
শুধু তোমার স্মৃতি বয়ে আনছিল ।
সেই আগের বৃষ্টির দিনগুলি...
মনে পড়ে ফার্মিনা ?
এখনো কি তোমার কালো চুলে
বৃষ্টির ফোঁটারা বিন্দু বিন্দু স্ফটিকের মতো
ছিটকে পড়ে অবিরল ?
ফার্মিনা, আর একবার,একবার
বসো তোমার প্রিয় ব্যালকনিতে,
ঘোলা সাগরের মতো আকাশের নিচে,
শ্যাওলা ধরা শুনশান ছাদে ।
ফার্মিনা, আমি তোমার,
শুধু তোমার কথাই ভাবছিলাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।