আমাদের কথা খুঁজে নিন

   

Khulna নগরীতে ইসলামী ব্যাংক এটিএম বুথে আগুন

ধর্ম যার যার , বাংলাদেশ সবার Ref. Local news paper" The Daily Purbanchal" স্টাফ রিপোর্টারঃ মহানগরীতে ইসলামী ব্যাংকের অটোমেটেড টেলর মেশিন (এটিএম) বুথে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ২০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়। সোনাডাঙ্গা মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, একদল মোটর সাইকেল আরোহী যুবক শিববাড়ির মোড়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দ্রুত চলে যায়। পরে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে এক্সটিঙ্গুইসার (অগ্নিনির্বাপক গ্যাস) ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনার কোন খবর থানাকে দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের বয়রাস্থ আঞ্চলিক কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটিএম বুথে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। তদন্ত কাজ শেষ হলে নিশ্চিত হওয়া যাবে কিভাবে আগুন লেগেছে। ইসলামী ব্যাংক কেডিএ শাখার ম্যানেজার বি এম হাবিবুর রহমান অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে বলেন, এটিএম বুথ থেকে কোন টাকা লুট হয়নি। বুথের বেশ কিছু ক্ষতি হয়েছে।

কে বা কারা এ আগুন লাগিয়েছে তা’ তিনি নিশ্চিত নন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।