আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরী জীবনে পদোন্নতি

দেহটা প্রবাসে,আর মন স্বদেশে। যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি। প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে। দীর্ঘজীবি হোক বাংলাদেশ

দেশে চাকুরী করেন আর বিদেশ করেন দুটোতেই পদোন্নতির বিড়ম্বনা। বাস্তবতার আলোকে বলছি।

আমারই এক বন্ধু তিন বছর(বিদেশে)সুনামের সাথে কাজ করার পর উর্ধ্বতন কর্তপক্ষ তাকে ইন্টারিভউতে ডাকল পদোন্নতি দিবে বলে বন্ধু তো মহাখুশি এই বুঝি উপর মহলের চক্ষু পড়ল । ইন্টারভিউর শুরুতে প্রশ্ন ছিল আপনি কত বছর ঐই প্রতিষ্ঠানে আছেন........আর ও কত কি, ইন্টারভিউ শেষে অধিকর্তা বলল ঠিক আছে পরে আপনাকে জানানো হবে। কিছু দিন পর দেখা গেল অধিকর্তার আত্নীয় সেই পদে আসীন। বন্ধু আমার দুঃখ পেল,পেয়ে ও কি করবে চাকুরীতো করতে হবে। যতই বন্ধুটিকে বুঝাতে চেষ্টা করলাম এটাই জগতের নিয়ম ও কিছুতেই মানতে চায় না।

ও বলে তাহলে যোগ্যতা,কর্মদক্ষতা থাকলে ও কি চাকুরী জীবনে পদোন্নতি পাওয়া যাবে না। কে দিবে ওর এই প্রশ্নের উত্তর?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।