অপারেশন রেবেল হান্টের নামে সশ্রস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে থাকলেও তাদের কোনো অপারেশন নেই। তবে সব ধরনের প্রস্তুতিসহ তারা সারাদেশে ক্যাম্প করে আছে। গত মাসের মাঝামাঝি থেকেই প্রায় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে অপারেশন রেবেল হান্ট, যার মহৃল লক্ষ্য ছিল অস্টúসহ পলাতক বিডিআর সদস্যদের গ্রেফতারে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়া। অথচ এখন পর্যšø পলাতক রয়েছে প্রায় ৬০ জন বিডিআর সদস্য। আর হদিস মেলেনি ২০৯টি আর্জেস গ্রেনেড, রকেট লঞ্চার ও মর্টার শেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। সংশিè®দ্ব সহৃত্রে এসব তথ্য জানা গেছে।
http://www.shamokal.com/details.php?nid=111509
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।