আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ নগরীতে বায়ু দূষণ ও যানজট রোধে প্রকল্প

জব চার্ণেকর বিবি

রাজধানীসহ পাঁচ বড় শহরে বায়ু দূষণ রোধ এবং যানজট নিরসনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রায় ৪৮৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে 'নির্মল বায়ু ও টেকসই পরিবেশ' নামের এ উন্নয়ন প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রকল্পের কার্যপত্রে বলা হয়, দেশের চার সিটি করপোরেশন (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল) এবং বগুড়া শহরের বায়ুমান ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, যানবাহন চলাচল ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট নিরসন এবং ইট ভাটার নির্গমন ব্যবস্থাপনা, বাসরুট নেটওয়ার্ক যুক্তিযুক্তকরণ, পরিবহন কম্পোনেন্টের দক্ষতা উন্নয়ন ও কারিগরি সহায়তা দেওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পটিতে বিশ্বব্যাংক সাহায্য হিসেবে দেবে ৪২৫ কোটি ১১ লাখ টাকা। বাকি ৬১ কোটি ৯৫ লাখ টাকা দেবে সরকার।

এ বছরের জুলাই-এ শুরু করে ২০১৪ সালের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে প্রকল্পটি অনুমোদনের কথা সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। প্রকল্পের কার্যপত্রে বলা হয়, বিশ্বব্যাংকের সহায়তায় 'এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্প' ২০০৮ সালে শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় বায়ু দূষণের মান নির্ণয় করা সম্ভব হয়। এ ছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৬ সালে শেষ হওয়া ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় পাবলিক পরিবহন ব্যবস্থার উন্নয়নসহ সিএনজি চালিত থ্রি-হুইলার চালু করা হয়েছে বলে জানিয়ে এতে বলা হয়, এ দুটি প্রকল্পের 'ফলো-আপ' হিসেবে 'নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ' প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় বায়ুমান ব্যবস্থাপনার জন্য দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বায়ুমান সেল গঠন, বায়ুমান পরিবীক্ষণ, উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন এবং বর্জ্য নির্গমন হ্্রাসকরণ সংক্রান্ত মান নির্ধারণ, নিয়ন্ত্রণ ও বিধির প্রয়োগ করা হবে। ইট ভাটার দূষণ নির্গমন ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আইন প্রণয়ন এবং কি ধরনের নিয়ন্ত্রণমূলক কার্যক্রম হাতে নেওয়া যায় সে ব্যাপারে প্রতিবেদন তৈরি করা হবে। যানবাহন চলাচল এবং পথচারীদের সচলতা বৃদ্ধির জন্য সাইড ওয়াক, আনুষঙ্গিক সড়ক উন্নয়ন ও নিরাপদ সচলতা বিষয়ক প্রচারাভিযান চালানো হবে। ঢাকা শহরের ৪১টি ট্রাফিক ইন্টারসেকশনের উন্নয়নে সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন এবং পার্কিং কৌশল নির্ধারণে সমীক্ষা চালানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/টিআর/২১৪৫ ঘ.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।