আমাদের কথা খুঁজে নিন

   

বে-সুরা গান

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

ঘোর যে কাটেনা, ভালোবাসায় খাদ আঁটেনা আচ্ছন্ন মনে, আন্দোলিত হয়েছি সেই কবে ! কতক প্রথম ঘটনাবলী, জ্বেলেছিল দ্বীপাবলী তৃষিত ক্ষনে, উষ্ণ পরশধারা এনেছিল যবে । রাত জাগা ক্ষনে, কুহু কুহু কোকিল ডাকা বনে হাজারো ফুলেল স্পর্শে, স্বরলিপি বেঁধেছিল সুর । যত স্বারগাম বেধেঁছে, সঞ্চিত প্রেমে যজ্ঞ গড়েছে, অন্তরপট, রঙিন তুলির আঁচড়ে হয়েছে বাহারপুর । নয়নাভিরাম ফুলবনে, করেছিনু আহ্বান প্রেমসনে এসেছিলে রাঙা প্রভা লয়ে, হেসে-খেলে পারাপার । আহ্লাদে হয়েছি আটখানা, একটি পর্ণকুটির বাহানা মনের নুড়িতে-নুড়িতে সাজিয়ে, বাধিঁব প্রেমাগার । ধরলে বে-সুরা গান, বুঝিয়েছি কতনা প্রানপন করেছিনু আবারো প্রথম কিছু, তোমারই তরে । দেখালে নতুন স্বপন, একটু ধৈর্য ধরার আহবান অপ্রচলিত যবানিকায়, অবিরাম ক্রন্দন; ওরে ! কে বলে ধমনী পরে, শুধুমাত্র লাল রক্তই ধরে ! চেয়ে দেখো, জমাট বাঁধা প্রতিটি রক্তের কনিকায় । দুর্ভাগা ব্যাথা জমেছে, সারা শরীর নীলছে হয়েছে ধূসর প্রেম রোনাজারিতে, চতুর্দিকে অন্ধকার ছায় ! মিছে কতনা মায়া, প্রহসনসমঃ শুধু তোমারি ছায়া কি যে মহাপাপ করেছি আমি, নিজ অস্তিত্ব ভুলে ! দেখেছি প্রীতি স্বপনে, অবাক-স্পষ্ট এ দুটি নয়নে কোষাবদ্ধ ব্যাথারই ভাষা, জানাবো কোন কূলে ? ______________________________________________________________ রচনাকালঃ ২২.০৭.২০১৩ ইসায়ী [ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।