রশনি মুক্তি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে আন্দোলন চলছিল গত কয়েকদিন থেকেই, তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে ক্যাম্পাস বন্ধ থাকায় সেটা সীমাবদ্ধ ছিল গুটিকয়েক শিক্ষার্থীর রাগ-ক্ষোভ ও দুঃখ প্রকাশ এবং ব্যক্তিগত উদ্যোগে শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনে একাত্বতা প্রকাশের মধ্য দিয়ে। গতকাল (৯/২/১৩) ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন থেকে পূর্ণ আন্দোলনে নেমে পড়ার প্রস্তুতি শুরু হয়। আজ (১০/২/১৩) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে প্রত্যয় একাত্তর (মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্য) চত্বরে শুরু হয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন কর্মসূচী। কর্মসূচীতে ছিল মানববন্ধন, প্রতিবাদ মিছিল, প্রতীকী অনশন, অবস্থান সমাবেশ, গণস্বাক্ষর গ্রহণ, গণসংগীত, কবিতা ও পথনাটক, ফাঁসির মঞ্চ তৈরি, কুশপুত্তলিকা দাহ, মোমবাতি প্রজ্বলন ইত্যাদি। বেলা বাড়ার সাথে সাথে একে একে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকমণ্ডলী ও আপামর জনসাধারণ এসে যোগ দেন এসব কর্মসূচীতে।
দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া হয় টাঙ্গাইলের নিরালা মোড়ে, সমগ্র টাঙ্গাইলের সাথে এক হয়ে রাজপথে আন্দোলনে যোগ দেয়ার উদ্দেশ্যে। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করে পুরো নিরালা মোড়ে অবস্থান নেয় টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরাম ও ঘাতকদালাল নির্মূল কমিটিসহ অন্যান্য সংগঠন। নিরালা মোড় হয়ে ওঠে যেন শাহবাগের প্রজন্ম চত্বরের এক বনসাই। সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সকল যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত না হবে।
সংক্ষেপে এখন এতটুকুই জানালাম আমাদের মাভাবিপ্রবিসহ টাঙ্গাইলের আন্দোলন কর্মসূচী সম্পর্কে।
ছবিসহ বিস্তারিত জানাবো পরে, এখন সময় নাই, যাই।
(বিঃদ্রঃ মাথাটা আউলা হইয়া আছে, রক্ত গরম হইয়া ফুটতাছে টগবগাইয়া, অগোছালো লেখা পইড়া তাই কেউ কিছু মনে কইরেন না। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।