উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
উলু-খড়ের স্তূপে বাসনার পাখি শিকারি দল
আজ উন্মূল, আওলা আকাশের নিচে বসে আছে। আড়ালে আবডালে থেকে
আগুনের হলকায় মুখ রাঙিয়ে কাকে তুমি বশ করতে চাচ্ছো? উন্মুক্ত সুরার
ভিতর মিথ্যেবাদিদের টুকরো টুকরো ধড়,
শিরা-উপশিরা ফেটে বের হওয়া হলদে কথার সেলাই আর তাঁবুর ভিতরকার
আর্তনাদ, ভেলকিনাচ এবং মুখোশ প’ড়ে আছে। পা মাড়িয়ে
কার হাতের স্পর্শ পাওয়ার জন্য উন্মূখ? ডালিমের পাকা রঙে দৃষ্টি ঢেলে কে
তোমাকে সোহাগের ঠিকানা দিবে?
কামার বাড়ির পাশে আগুনের আভায় সমগ্র দৃষ্টি খুলে বসে আছি। শস্যডালা
সাজিয়ে রেখে যার প্রতীক্ষায় রাত জেগে আছো, সে তো আসবেনা।
আমি পাখি শিকারি দলের হারানো সন্তান।
তোমার দুতীরে উলু-খড়ের স্তূপের পাশে বসে প্রতিদিন সূর্য উঠা দেখি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।