"সে কখনো বলে নি একটিও ঘৃণার কথা,- কখনো বলে নি- প্রিয়তম, ভালবাসি।"
ঢাকা শহরের প্রেম আর রঙিলা বাহন রিক্সা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সেই স্কুল জীবনে, উচু ক্লাসের কোন চপল আপুর পাশে বসে, রিক্সায় করে বাসায় ফেরা, অস্থির হৃদয়ে ভাইব্রেশান! কলেজ জীবনে, স্বপ্নের রাজকন্যার সাথে একই রিক্সায় বসে প্রথম বর্ষায় ভিজতে ভিজতে ধানমন্ডি থেকে মোহাম্মদপুর...সাথে পাঁচ টাকার কদমফুল। উফ্..সেই দিনগুলো...
যাক্গা, ঢাকার আরেক রঙিলা বাহন বেবী ট্যাক্সি। নাম বদলে, ভোল বদলে সবুজ সি. এন. জি.। কিছুটা ম্যাচিউর প্রেমের বাহন...আমি মনে হয় বোঝাতে পেরেছি...যাইহোক, যদি রোমান্টিক বাহন এর স্কেল, অর্থাৎ, রোমান্টোভেহিকল স্কেল-এ রিক্সা আর সি. এন. জি. কে বসাই, আমার কাছে রিক্সাকে সবচেয়ে নির্মল প্রেমের বাহন আর সি. এন. জি.-কে সবচেয়ে অশ্লীল প্রেমের বাহন মনে হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।