Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear
আজকার অনেক spam আসে। লেখা থেকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব। অনেক ক্ষেত্রেই Email ID, Password চায়। লিঙ্কের মাধ্যমে একটা পেইজে নিয়ে যাওয়া হয় যেটা হুবহু কোন একটা website এর মত। যেমন yahoo, facebook, gmail etc. কিন্তু URL টা ভিন্ন থাকে।
অনেক ক্ষেত্রে user URL খেয়াল না করেই password দিয়ে দেন। আর এতেই ঘটে যত বিপত্তি। এটাকে phishing বলে।
আসুন জেনে নেই yahoo তে phishing থেকে কিভাবে বাচবেন। আপনি যে computer এ create করবেন শুধুমাত্র সেই computer এই কাজ করবে।
browser র টাইপ করেন mail.yahoo.com . Sign in to Yahoo! র নিচে লেখা Create your sign-in seal এ ক্লিক করুন। এই seal বানানোর দুইটা option আছে। একটা লেখা আরেকটা ছবি। ছবিটাই বেশি ভাল। page টা load হলে Upload an image এর অপর click করেন।
এবার browse button এ ক্লিক করে পছন্দমত একটা ছবি select করে দিন। এবার Preview>> তে ক্লিক করেন। ডানপাশে Preview দেখতে পাবেন। এবার Save this Seal এ ক্লিক করেন। হয়ে গেল আপনার seal তৈরী।
এবার আপনি যেখান থেকেই yahoo তে login কয়ার চেষ্টা করবেন সেই পেইজেই আপনার দেয়া ছবি টি দেখতে পাবেন। যদি না দেখতে পান তাহলে বুঝবেন এটি আসল yahoo পেইজ না। আবার বলে রাখি এটা প্রত্যেকটা পিসিতে আলাদা আলাদা ভাবে করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।