আমাদের কথা খুঁজে নিন

   

কাশিমপুরের মালী কাদের মোল্লাকে-

জীবনকে উপভোগ করতে চাই জ্ঞান অর্জনের মাধ্যমে তুমি নাকি কাশিমপুরের ফুলবাগানের মালী, তাই বলে কি তোমার তরে রাখবো ফুলের ঢালী ? মোটেও নয়,হাজার ঘৃনা হাজার থু থু জমা, ফাঁসির দড়ি ঝুলছে দেখো নাইরে কভূ ক্ষমা। মোল্লা তু‍মি ভাবো একবার একাত্তরের দৃশ্য, তেমন করে কেউবা যদি করতো তোমায় নি:স্ব ? তোমার বোনকে অমন করে করতো কেউবা ধর্ষণ, ঐ পশুদের বুকে গুলি করতে নিশ্চয় বর্ষণ? ফুলবাগানের ফুলটি ধরে খুলো ভুলের খাতা, দেখো সেথায় রক্ত মাখা হাজার স্মৃতি গাঁথা। তোমার জায়গা নয়তো ফুলে যোজক নামের দুরে, ইতিহাসের কলংক হই রইবে আস্তাকুঁড়ে। ফুলের মত নিস্পাপীদের কেমনে করলা খুন, ফুলবাগানে বসেই ভাবো মুখে কালি চুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।