কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
সব পরাশক্তি আমাদের বন্ধু। আমেরিকা ,রাশিয়া ,চীন,বৃটেন,ফ্রান্স আমাদের উন্নয়ন সহযোগী। আমরা গর্ব বোধ করি । এত বন্ধুর আড্ডা এবং করুনা পেয়ে। আমদানী রপ্তানীর বেশীর ভাগ আবার তাদের সাথেই হয়।
তারা আমাদের অনেক সমস্যায় আবার গভীর পর্যবেক্ষন করে।
তারাই আমাদের বন্ধু।
১৯৭১ সালে পাকিস্থানী মুসলমানরা আমাদের বাঙ্গালী মুসলমানদের খুব পিঠালো তারাও আমাদের বন্ধু।
বন্ধুত্বর মানে বুঝিনা।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধে জাপানে পারমানবিক হামলা চালাল আমেরিকা তারা আবার তাদের বন্ধু।
উন্নয়ন এর বড় বড় অংশীদার।
এশিয়ায় আবার সবাই ইসরাঈলের বন্ধু আমরা ছাড়া তাও বুঝিনা।
আমাদের বাজারে ইহুদি পন্যে সয়লাব ইসরাঈলের মালিকানাধীন অনেক কোম্পানী বিদ্যমান কিন্তু তাদের সাথে আমাদের কুটনৈতিক সম্পর্ক নাই।
এই ভাবে বন্ধুহীন দেশ চলতে পারে না।
মনে রাখা দরকার পৃথিবীর অদৃশ্য পরাশক্তি ইসরাঈল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।