একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
প্রায় চার মাস ধরে একটা কাজ করে যাচ্ছি। অবশেষে আগামীকালকে সেটা আলোর মুখ দেখবে। খুব ভালো লাগছে এই ভেবে যে অবশেষে আমার পরিশ্রম স্বার্থকের পথে।
আমি তখন রাইট ব্রেইন সলুউশান এ চাকরী করি।
হঠাৎ করে সামহোয়ারইনের(এখন সাবেক) মিজান ভাই আমাকে ফোন করে একটা প্রজেক্টের কথা বললো। জানালো ইচ্ছে করলে আমি এটা পারসোনালী করতে পারি। সাথে এড করলো যে এটা যদি তুমি করতে পারো তাহলে তুমিই হবা বাংলাদেশে ইউনিকোডে সবচেয়ে বড় প্রজেক্টের নির্মাতা। লোভ এবং ভয় দুইটাই হলো। এতো বড় প্রজেক্ট আমি একা একা হ্যান্ডেল করতে পারবো কিনা?
সবশেষে অনেক ভেবে চিন্তে মিজান ভাইয়ের সাথে কনটাক্ট সাইন করলাম।
সেই থেকে চাকরীর পাশাপাশি বাসায় রাতে, ছুটির দিন গুলোতে কাজ করেছি। সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেবানীতে সাইট টি দাঁড়িয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী কালকে সেটার উদ্ভোধন হবে। এখন ফাইনালী চেক করতেছি।
প্লিজ সবাই একটু দোয়া করবেন যেনো সব ঠিকঠাক মতো হয়।
আরেকটা কথা কিন্তু জানানো হয়নি আগামীকালকে কিন্তু আরেকটি ব্লগও আসিতেছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।