উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
সবার মুখের দিকে নিরিখ করি
ধীরে-সুস্থে চওড়া মাঠের রোদকাঠে, ভূপৃষ্ঠের কাছে
ফিরে যায় বুনো সাহসের মহাকাল।
তার প্রাকৃত রূপের সংহতিতে
সঙ্গোপনে খুলে ফেলি কনুইয়ে লেগে থাকা তাপ।
রাঙা পায়রাগুলি উড়ে যায়, বাঁধনের মন্ত্রণা ভুলে তাঁর কাছে
গিয়ে দাঁড়িয়ে থাকি। অবাক হওয়া চোখের
সমুদ্র পাড়ে যেন আমি লুট হয়ে যাচ্ছি।
ফুরফুরা লাগে। নি:স্ব লাগে। স্বাধীন গাছের পাতা।
বিষের থলেতে আগুন লাগিয়ে
বৃক্ষের নিকটে গিয়ে দেখি পিঠের ওপর দৃষ্টির ওপর
ঝলমল করছে জমাট ধুলোর হাওয়া,
চৌদিক থেকে ভেসে আসছে মায়াবেণীর আলোকধ্বনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।