আমাদের কথা খুঁজে নিন

   

নেপোলিয়ন বোনাপার্ট ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন.............

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

চমকে উঠলেন নাকি???? কেউ কেউ হয়তোবা বিশ্বাস ও করতে চাইবেননা। যাই হোক..........সেটা পরের কথা। মহাবীর নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৮ সালে কায়রোর জামে আজহার মসজিদে ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহন উপলক্ষে তিনি যে বানী প্রচার করেন...........তার দলিল কায়রোর কেন্দ্রীয় লাইব্রেরীতে এখোনো রক্ষিত আছে। নেপোলিয়নের জীবনী বা তার বিজয় অভিযান গুলো নিয়ে যেসব বই রচিত হয়েছে তাতে তার ধর্ম সম্বন্ধে বিশেষ কিছু জানা না গেলে ও........ তৎকালীন বিশেষ ব্যাক্তিদের ডায়েরীতে তার ইসলাম ধর্ম গ্রহনের সত্যতা পাওয়া যায়।

La cases নামক একজন নেপোলিয়নের খুব কাছের মানুষ ছিলেন। তার ডায়েরীতে নেপোলিয়নের ইসলাম ধর্ম গ্রহনের নিশ্চত প্রমান পাওয়া যায়। ডায়েরী টা ফরাসী সরকার আটক করে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলছে। কাউকে তা পড়তে দেয়া হয়না। পরবর্তীকালে তাকে যখন সেন্ট হেলেনায় নির্বাসন দেয়া হয়......তখন আলোচনা প্রসঙ্গে তাকে বহুবার We muslims এই বাক্য ব্যবহার করতে দেখা গেছে।

তাছাড়া পোপ কতৃক মুকুট গ্রহন করতে ও তিনি সম্মতি প্রদান করেননি। সবশেষে.....নেপোলিয়ন তার আত্মজীবনীতে কুরআন ও মহানবী নিয়ে এমন সব প্রশংসাসূচক বাক্য ব্যবহার করেন তা কেবল একজন নিষ্ঠাবান মুসলিমের পক্ষেই সম্ভব---- "আমি প্রশংসা করি স্রষ্টার এবং আমার শ্রদ্বা রয়েছে নবী ও পাক কুরআনের প্রতি.। ...........আমি আশা করি সে সময় খুব দূরে নয় যখন সব কটি দেশের শিক্ষিত লোকেরা এক হয়ে কুরআনের নীতিসমূহকে মেনে চলে মানুষকে শান্তির পথে নিয়ে আসবেন"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।