আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (১৪): Lethargy!

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
গ্রিক পুরাণে, লিথি (Lethe) হচ্ছে পাতালের (Hades) পঞ্চ নদীর এক নদী—রহস্যময় এক স্রোতস্বিনী, যার পানি পান করলে মানুষ হারিয়ে ফেলে পূর্ব জীবনের সব স্মৃতি, হয়ে পড়ে ঘুম ঢুলুঢুলু, অবসাদগ্রস্ত, অসাড়। পুরাণে লিথি নামে এক নায়াডেরও (Naiad) নাম পাওয়া যায়। দেবতা এরিসের কন্যা, এই নায়াড সম্ভবত নদীটির সাথে সম্পর্কিত নয়, বরং বিস্মৃতির স্বতন্ত্র, দৈহিক মূর্ত রূপ (personification)। কোনো কোনো প্রাচীন গ্রিক বিশ্বাস করত, পুনর্জন্মের পূর্বে আত্মাদেরকে লিথির পান করানো হয়, যাতে তারা পূর্বজীবনের কথা ভুলে যায়। প্লেটোর রিপাবলিক গ্রন্থের শেষাংশে এর-পুরাণে (Myth of Er), লিথির পাতাল সমভূমিতে আগত এরূপ মৃত মানুষের কথা বলা আছে। লিথির পানি এবং লিথিয়ান (lethean) বিশেষণটি তাই ব্যবহৃত হয়ে আসছে স্মৃতি ভুলে সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে যাওয়া অর্থে, আর লেথার্জি (lethargy) বিশেষ্যটির মানে দাঁড়ায় জড়তা, অবসাদগ্রস্ততা, গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো চেতনাহীনতা। Lethargy এর সমার্থক: apathy, disregard, indifference, insensibility, lassitude, unconcern, unresponsivenes কিছু কিছু রহস্যবাদী গোত্র আরো একটি নদীর কথা বলে থাকে, নিমোসিনি (Mnemosyne); যারা নিমোসিনির পানি পান করবে, তারা স্মরণ রাখবে সব কিছু এবং অর্জন করবে সর্বজ্ঞান ধরে রাখার ক্ষমতা। এ মতবাদে অভিমন্ত্রিত (initiates) বা দীক্ষিতদের শিক্ষা দেয়া হয়, মৃত্যুর পর তাদেরকে যেকোনো একটি নদীর পানি পান করতে বলা হবে, তখন তারা যেন লিথির পরিবর্তে নিমোসিনিকে বেছে নেয়। আলাস্কার লিথি নদী
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.