সুপ্রিয় পাঠক দয়া করে লক্ষ করুন। আমরা এ দেশে যারা জন্মেছি অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা ভয়ানক অভাগা। কেন বলতে পারেন? কারণ আমরা কথা দিয়ে কথা রাখতে জানি না, আমরা বলি এক আর করি আর এক...এই রীতিটি অত্যন্ত প্রাচীন এবং এই নীতিটি আবাল বৃদ্ধ বনিতার। এর একটি রাজনৈতিক সংস্করণও রয়েছে যাকে এককথায় বলে হাজী সাবের এককথা দিতে চাইছি দিমুনা। বর্তমান প্রধানমন্ত্রী অতীতে একবার প্রধানমন্ত্রী ছিলেন দেশব্যাপী যখন আন্দোলন চলছে তখন তিনি ওমরাহ-হজ পালনে পাড়ি জমালেন যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন ফিরে এসে নির্বাচনের ঘোষণা দেবেন।
হজ শেষে ফিরে এসে যখন আবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো ম্যাডাম আপনিতো হজে যাওয়ার সময় বলেছিলেন...
-দিতে চাইছি দিমুনা,
(হাজী সাহেবের এক কথা)
কিন্তু এই কালচারটি যদি আমরা সিসটার কনসার্নগুলো অদৃশ্য আনুগত্যের মতো ব্যক্তিপরম্পরায় নিয়মিত চর্চা শুরু করি তাহলে এ জাতিকে আর রক্ষাতো দূরে থাক রক্ষাকরার স্বপ্ন দেখানো সম্ভব হবে না। যতোই জাতির পিতা কব্বরে শুয়ে স্বপ্ন দেখেননা কেন।
সা.ইন অভাগা গ্রুপের সদস্য লাবণ্য লাকিকে ব্যান করে যে মেসেজ ভদ্রতাটি দেখিয়েছেন তাতে উল্লেখ ছিল তাকে ১০দিনের জন্য ব্যান করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেও সে চেষ্টাকরে ব্লগে কমেন্ট করতে না পেরে বিষয়টি আমাকে সবিস্তারে অবগত করে। প্রমাণ স্বরূপ একটি ছবিও পাঠালাম।
দেখুনতো এখানে কী লেখা? দশ দিন কি হয়েছে নাকি হয়নি?
http://www.somewhereinblog.net/group/obhaga
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।