আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
এ কাহিনীর সূত্রপাতের
সময়কাল অনির্ধারিত।
ভূ-পৃষ্ট শৈল-কঙ্কড়ময় নিরেট
জমাটবদ্ধতায় নি:ষ্প্রান তখন,
মহাকাশের বিচ্ছিন্ন গ্রহ-নক্ষত্র হতে
বিতাড়ীত বায়বীয়রা ঘুরতে ঘুরতে
পৃথিবীর শূন্যাকাশে টুকরো টুকরো
মেঘে পরিণত হতে হতে
প্রকৃতির ইশারায় প্রতিস্থাপিত
প্রানে কামনার জন্ম,
অতঃপর সঙ্গম-
সেই প্রলয়ে নিরেট গ্রহবুকে
সৃষ্ট অগণিত ভেদ শুষে নিলো জীবনকণা
এবং অতিশুষ্কতা হারালো ভূমি,
তখন থেকেই মেঘেরা সঙ্গমে।।
......................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।