আমাদের কথা খুঁজে নিন

   

উনি ছোটকালে নেংটা ছিলেন

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

সবাই তো নেংটা হইয়াই জন্মায়। এই কথা নতুন করে বলে লজ্জা দেয়ার এবং নিজে লজ্জা পাওয়ার দরকার কী ? দরকার আছে। উনি ভালো লোক ছিলেন। কখন ? ছোটকালে। আর উনি খারাপ হইছেন কখন ? ডাঙ্গর বেডা হয়া।

তবে ? কোন তবে টবে নাই, উনি ভালো লোক ছিলেন। এই ধরনের সস্তা ও পুলাপানের যুক্তি শুনি ছাত্র রাজনীতির পক্ষের লোকজনের কাছে। তারা ছাত্র রাজনীতি মানে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম বোঝেন। ছাত্র রাজনীতির ঐতিহ্য বোঝেন। গদগদ ভাষায় আমাদের গর্বিত হওয়ার মতো ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন।

ব্যাপারটা অনেকটা এই রকম। এক লোক সৎ উপার্জন করে, দান খয়রাত করে। সৎ পয়সা ছাড়া কোন কোন সুদ ঘুষের কারবারে নাই। কোন মহিলার দিকে তাকায় না। পাড়া প্রতিবেশীর সাথে ভীষণ ভালো ব্যবহার করে।

এক কথায় লোকটার কোন দোষ নাই, কোন দোষ ছিল না কোন কালে। একদিন এই লোক ক্ষেইপা উঠল । ঝগড়ার এক পর্যায়ে লোকটা বউটাকে খুন করে ফেলল। তারপর লোকটা পুলিশের ভয়ে পালায়া বেড়ায়। চুরি চামারি করে।

ছিনতাই করে উপার্জন করে। একদিন পুলিশ তাকে ধরে ফেলল। আদালতে চালান করল। তার পক্ষের আইনজীবী বলল, লোকটা খুব ভালো ছিল। এখন লোকটা কোন আমলে ভালো ছিল এই জন্য তাকে খুনের দায় থেকে খালাস দেয়া হবে ? ছাত্ররাজনীতির পক্ষে অনেক লোক এই আইনজীবীর মতো সাফাই গায়।

বর্তমান সমস্যার কথা বললে অতীত নিয়া বাগাড়ম্বর করে। ছাত্ররা এক সময় ভাষা আন্দোলন করছে, স্বাধীনতার জন্য সংগ্রাম করছে এই জন্য কি তারা মাদক ব্যবসা, টেন্ডারাবাজি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি করার আইনগত স্বীকৃতি পেয়ে যাবে ? যারা ছাত্র রাজনীতির পক্ষে সাফাই গান তাদের প্রতি চ্যালেঞ্জ। আসেন, আমরা একটা টু দ্যা পয়েন্ট তালিকা বানাই। এই তালিকায় কোন অতীত ইতিহাস আসবে না। বর্তমানে দেশ ও জাতির জন্য ছাত্র রাজনীতি কী কী উপকার করছে তা একটা একটা করে বলেন।

আমরা এই তালিকা গলায় ঝুলাইয়া ঘুরব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঝুলাইয়া রাখব। এই তালিকা ঝুলাইয়া রাখার জন্য ঢাকা শহরের তাব্ৎ বিলবোর্ড ভাড়া নেওয়ার অনুরোধ করব সরকারের কাছে। আসেন, টু দ্যা পয়েন্ট একটা তালিকা বানাই ------ ১. ২. ৩. ৪.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।