উঁকি দাও ফুল!
ম্লান চোখগুলোতে ঝরবে না আর কোনই অশ্রুজল
দাঁতে দাঁত পিষে ওরা বসে ওইখানে, নেই কোন কোলাহল:
"জার্মানী, তোমার কাফন চড়ানো আমাদের এই তাঁতে;
তাতে বুনে দিই তিন অভিশাপ আমাদের এই হাতে...তাই বুনে যাই তাঁত, বিরাম নেইকো কোন।
"অভিশাপ সেই ভগবানকে বিকার নেই তো যার
জমাট শীতে আমাদের এই ক্ষুধার আর্তনাদে।
বৃথাই আশায় আমরা সকলে আছি পরে যার ফাঁদে;
সে শুধু জানে ব্যঙ্গ, ধাপ্পা, নজর সরাতে সবার... তাই বুনে যাই তাঁত, বিরাম নেইকো কোন।
"আর অভিশাপ যত রাজা-গজা, বড়লোকের কূলপতি
আমাদের ক্লেশে রাখবে যারা দিব্যি চোখটি ঢেকে,
শেষ মুদ্রাটাও কেড়ে নেবে যে আমাদেরই হাত থেকে,
আর তুলে দেবে ক্রসফায়ারে, তার রক্ততৃষ্ণা অতি... তাই বুনে যাই তাঁত, বিরাম নেইকো কোন।
"আর অভিশাপ স্বদেশভূমিকে, মিথ্যে সে ভালবাসা,
দেয়নি তো সে অন্য কিছুই, শুধু অপমান আর লাঞ্ছনা
কলিরা যেখানে ফোঁটার আগেই দলিত হবে জানা
কদর্য যে ভূমিতে কীটরোই শুধু বাড়ন্ত অতি খাসা,... তাই বুনে যাই তাঁত, বিরাম নেইকো কোন।
"তাঁত ঘোরে বনবন, মাকু ছোটে সাইসাই মুছে দিতে এই পাপ;
চোখে নেই ঘুম, নিদ্রাবিহীন হাতে
পুরোনো জার্মানী, তোমার কফিন বুনছি মোদের তাঁতে
আর তাতে বুনি তিন অভিশাপ;... তাই বুনে যাই তাঁত, বিরাম নেইকো কোন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।