আর কত কাল বাংলা ক্যলেন্ডার নিয়ে বির্তক চলতে থাকবে। ইংরেজী ক্যলেন্ডারের সাথে মিলাতে গিয়ে কোন অনুষ্ঠানই তো ঠিক মত পালিত হয় না বাংলা একাডেমীর সংস্কার করা এই বাংলা ক্যলেন্ডারের সাথে। রোজার ইদ থেকে দূর্গাপূজা সবই মিলে যায় লোকনাথ পঞ্জিকা ও পশ্চিম বংগের বাংলা ক্যলেন্ডার গুলির সাথে। আর বেশির ভাগ হিন্দুই বাংলা একাডেমীর এই ক্যলেন্ডার মানে না। তারা হিন্দু সংস্কার সমিতি ও বাংলা লোকনাথ পঞ্জিকা তারিখ অনুসারেই সব উৎসব, বিবাহ ইত্যাদি পালন করে থাকে। রোজার ঈদের চাঁদ টাও ঐ ক্যলেন্ডার ও পঞ্জিকা অনুসারে উঠে যার জন্য প্রতিবেশি মুসলমানও দৌড়ে এসে জানতে চায় রোজা কবে শুরু ও শেষ হবে। তাই কর্তৃপক্ষকে অবিলম্বে বিষয়টা নিস্পত্তির করার অনুরোধ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।