শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
সে অনেক অনেক যুগ আগের কথা। গ্রিকদের ছিল না মোবাইল ফোন, ছিল না কোনো ল্যাণ্ডফোন, টেলিভিশান কিংবা রেডিও। কিন্তু তাদের ছিল পুরাণ। যখন গাছ থেকে পাড়ার মত টসটসে সব জলপাই শেষ হয়ে যেত, আর হতো না কোনো যুদ্ধ, তারা বসে বসে দেব-দেবীদের নিয়ে নাটকীয় গল্প বানাতো।
এরকমই একটি গল্প হলো দেবতা ক্রোনসকে নিয়ে। ক্রোনস প্রথম প্রজন্মের সর্বকনিষ্ঠ টাইটান, পিতা ইউরেনাসকে হত্যা করে দেবরাজ্য দখল করে ফেলল। তারপর সিংহাসন পোক্ত করার জন্য একে একে নিজের সব সন্তানকে খেয়ে ফেলল, কেবলমাত্র জিউস ছাড়া। জিউসকে ছাগলদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছিল গোপনে লালন পালন করার জন্য। বড় হয়ে ফিরে আসে জিউস, ক্রোনসকে উৎখাত করে নির্বাসনে পাঠায়।
রোমকরা গ্রিস জয় করার পর ক্রোনসের নাম পরিবর্তন করে রাখে স্যাটার্ন (Saturn), বাংলায় শনি। শনি গ্রহ (Planet Saturn) এবং শনিবারের (Saturday) নামও তার নামানুসারে।
জ্যোতিষীশাস্ত্রে (astrology)—জ্যোতির্বিজ্ঞান (astronomy) নয়—শনির প্রভাব বলয়ে জন্মগ্রহণকারী মানুষকে বলা হয় Saturnine।
যেহেতু শনির সাথে জড়িয়ে আছে অশুভ সব ঘটনা, দেবতা শনি এবং তার গ্রহও তাই বিবেচিত হয়ে আসছে অশুভ এবং মানুষের জন্য অশান্তি, দুর্দশা বহনকারী হিসেবে। আপনি শনির দশা কথাটি শুনে থাকবেন।
আর এ কারণে একজন Saturnine মানুষ হলেন অসুখী, বিষণ্ণ, মনমরা মানুষ।
saturnine (adj.) এর সমার্থক: melancholic, somber, solemn, grim, unsmiling
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।