সব ক'টা জানালা খুলে দাওনা...
মেয়ে, সে হোক না ৫-৬ বছরের কোনো শিশু বা মধ্য বয়সী, আশেপাশে এলেই কেন আমরা পুরুষেরা এমন করে বদলে যাই?
কেন চোখে অন্য ছায়া পড়ে? কেন স্বাভাবিক থাকিনা আমরা?
মেয়েদের সমস্যা হয় বলে বাসে তাদের জন্য মাত্র নয়টি সিট বরাদ্দ করা হয়েছে... অবাক হয়ে দেখি সবাই বলে এই নয়জনের পরে যদি কোনো মেয়ে বাসে ঊঠে তাকে অন্য সিটে বসতে দেয়া হবেনা? কেন? এমন উদ্ভট মানসিকতা কেন আমাদের? মহিলা সিটের পাশে দাঁড়িয়ে থেকে মুখ দিয়ে চালিয়ে যায় চরম বিষোদ্গার...
এতো গেলো একটা দৈনন্দিনকার ঘটনা, খবরে দেখলাম সিলেটে ৬-৭ বছরের এক শিশুর কোন এক শুওরের বাচ্চা পাশবিক অত্যাচার করেছে।
আমার কেবলি মনে হয় পাকিস্তানীরা আমাদের মা বোনের উপর যেমন অত্যাচার করেছে, আমরা যদি তাদের জায়গায় থাকতাম, আমরা বোধ হয় ছাড়িয়ে যেতাম তাদের ও...
আমরা আসলে ভালো না...একদম না!
তাইতো আমাদের আজ এ অবস্থা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।