রমনা বটমূল
নববর্ষের প্রথম দিনে
রমনা এরিয়া-টা
লাখো লোকে মুখর থাকে
যায়না ফ্রি-লি হাটা
এক সাথে সব মিলেমিশে
প্রোবলেম সব ভুলে
সবারই ঐ কেন্দ্র থাকে
রমনা বটমূলে।
মেলা
মেলায় যাই রে মেলায় যাই রে
এমন গানে গানে
পয়লা বোশেখ এলে-ই দেই
রওনা মেলার পানে
অল্প অল্প কেনাকাটা
বেশি দামাদামি
মেলা জুড়েই এসব করে
কান্ত হয়ে ঘামি।
রবীন্দ্রনাথ
বৈশাখটায় যতই থাকুক
আলোচনায় যারা
বৈশাখ নেই কোনোভাবেই
রবীন্দ্রনাথ ছাড়া
অনেক বড় দাবীটা তার
বোশেখ জুড়ে থাকার
তিনি সিস্টেম বের করেছেন
'এসো বৈশাখ' ডাকার।
পান্তা ভাত
নববর্ষ মানে-ই এখন
রঙ, কবিতা, গান তাছাড়া
পয়লা বোশেখ জমেনাতো
মাটির থালায় পান্তা ছাড়া
সারা বছর চাই না ফিরে
পান্তা যে কে খাবে
কষ্ট হলেও এদিন তা খাই
অন্যরকম ভাবে।
কালবৈশাখী ঝড়
বোশেখ মানেই সবারই হায়
আতঙ্ক, ভয় ডরের সময়
বোশেখ মানে কালবোশেখী
খবর করা ঝড়ের সময়
তাই এ বোশেখ, যদিও সবাই
এসো এসো ডাকে
ভেতর ভেতর কিন্তু সবাই
আতঙ্কেতে থাকে।
হাতপাখা
বোশেখ মানে সকল হাতে
হাতপাখাটা আসে
প্রাণটা জুড়ায় হাত পাখার ঐ
উদাসী বাতাসে।
বৈশাখটা গরম সময়
তাপটা ভীষণ দিনে
তাই সে সময় একটা হলেও
পাখা সবাই কিনে।
ইলিশ
পান্তা নিয়ে যতো রকম
উৎসবে যেই মাতো
প্লেটে ইলিশ না থাকলে হায়
গ্ল্যামার থাকে নাতো
পান্তা ভাতে ইলিশ নিয়ে
খাই আবেগে, সুখে
মাছের দামে, এক পিস নেই
তাও হাসি রয় মুখে
ফ্যাশন
ছেলেগুলো পাঞ্জাবী আর
শাড়ীতে সব মেয়ে
ভালোই লাগে তাই তো থাকে
এর দিকে ও চেয়ে
বছরের ঐ প্রথম দিনে
মাঞ্জা মেরে ঘুরে
মুডে চলে, গান গায় আবার
অন্যরকম সুরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।