আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তযিোদ্ধার সন্তান হসিবেে বলতে চাই শপথ ননি ১-নর্র্বিাচনরে আগইে সকল যুদ্ধাপরাধীর মুক্তযিোদ্ধার সন্তান হসিবেে বলতে চাই শপথ ননি ১-নর্র্বিাচনরে আগইে সকল যুদ্ধাপরাধীর মুক্তযিোদ্ধার সন্তান হসিবেে বলতে চাই শপথ ননি ১-নর্র্বিাচনরে আগইে সকল যুদ্ধাপরাধীর মুক্তযিোদ

আজকের মহাসমাবেশকে বলতে চাই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে রাজকারের ফাসি আমর কাছে যেমন জরুরী তেমনি জরুরী রাজাকার মুক্ত, ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে সে রকম স্বাধীন বাংলাদেশ । আজকের মহাসমাবেশ যদি হয় শুধু রাজকারের ফাসির দাবিতে তাহলে তা মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করছি।যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করছে,পাচার করছে, বৈদেশিক সহায়তা বেশীরভাগই ধনীদের ব্যক্তিগত সম্পদ হয়ে যায় ফলাফল প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠা। প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠা করতে অনেক টাকা লাগে।আমাদের দেশের দরিদ্ররা,গরীবেরা প্রাইভেট ব্যাংকের মালিক বা আমাদের দেশের দরিদ্ররা,গরীবেরা মন্ত্রী এম পি এরকম নেই।মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজকের মহাসমাবেশকে বলতে চাই যে শপথ আপনারা নিলেন তা কল্যাণকর কিছু নয়,শোষন নির্যাতন বন্চনাকে ভুলিয়ে জনগনের দৃষ্টিভংগি চিšতা মনন ঘুরিয়ে ফেলছেন তার মানে মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করছি। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই শপথ নিন ১-নির্র্বাচনের আগেই সকল যুদ্ধাপরাধীর ফাসি কার্যকর করতে হবে তা না হলে যুদ্ধাপরাধীর বিচারের অংগীকার নিয়ে যে দল খমতায় এসেছিলো তাদের আর ভোট দেবো না,প্রয়োজনে গণজাগরনে অংশগ্রহনকারী সকল প্রজন্মকে নিয়ে নতুন দল তৈরী করা হবে যে দলের অংগীকার হবে রাজাকার মুক্ত, ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে সে রকম স্বাধীন বাংলাদেশ । তবেই নেচে গেয়ে ঢোল বাজানো স্বার্থক হবে,মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পুরন হবে , মুক্তিযোদ্ধাদের আত্মা শন্তি পাবে। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।