আমাদের কথা খুঁজে নিন

   

আমরা যারা খুচরা সিগ্রেট কিনি, তারা কেমনে মুন্সীজির ধ্রুপদী ধর্মনিরপেক্ষতার সন্ধান পাই?

উঁকি দাও ফুল!

৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৪ "... পি মুন্সী বলেছেন: ব্লগে ধর্মনিরপেক্ষ-বাদীদের প্রাদুর্ভাব দেখি সবসময়। ভেবেছিলাম এই পোষ্ট ছেয়ে যাবে ওদের ভিড়ে। কিন্তু হতাশ হলাম। এর মানে হলো, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ-বাদীরা চিন্তায় বা ইডিওলজিক্যাল পজিশনে ধর্মনিরপেক্ষ-বাদী নয়। বাস্তব সুবিধার কারণে ধর্মনিরপেক্ষ-বাদী।

মুদি দোকানের নগদ খদ্দের। ধুমপায়ী তবে, পকেটে সিগারেট প্যাকেট রাখেন না, রাস্তার পাশের খুচরা খদ্দের। ..." আপনাদের কি কারও জানা আছে বাস্তব অসুবিধার কারণে ধর্মনিরপেক্ষ-বাদী কোথায় পাওয়া যায়? অবশ্য চাঁদের দেশে আমি যাই নাই, সেইখানে হয়তো ধ্রুপদী ধর্মনিরপেক্ষ-বাদী পাওয়া যায়; আমরা যে রাস্তার পাশে সিগারেটই কিনি, খুচরা। আস্তা সিগারেট প্যাকেট কেনার মত টাকা নাই, বোধহয় আস্তা ধ্রুপদী ধর্মনিরপেক্ষতাবাদও আমার দেশে কেনা হয় নাই। কিন্তু আমরার দেশে ধর্মনিরপেক্ষতা-বাদীরাই বা কিরম? তারা কি সকলে এক্রম? কিরম ধর্মনিরপেক্ষতাবাদী হইলে মুন্সীর সুবিধা হইত, কোন এক ছাঁদে ফালায়া নিদান দিতেন এই দুঃখী দেশের অসুখের? এ এক আজব রুগী, ডাক্তারের কাছে যাবার আগে রোগটারে যে কোন একটা সাইজে নিয়া রাখবে, তাও না।

অভাগা, খুচরা সিগ্রেট ক্রেতা বঙ্গজননী আমার! (প্রতিক্রিয়াশীল সামুয়িক পুস্ট) মূল লেখার লিংক ধর্মনিপেক্ষতা বিষয়ে তালাল আসাদের সাক্ষাৎকার নিয়েছেন নার্মিন শেখ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।