আমাদের কথা খুঁজে নিন

   

৬সহশ্রারাধিক দূর্লভ প্রজাতির ডলফিনের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের পানিতে।ওয়াইল্ড লাইফ এডভোকেসি গ্রুপ এক জরিপে জানিয়েছে দূষিত পরিবেশ ও জেলেদের অবাধ শিকারের কারনে এই দূর্লভ প্রজাতির ডলফিন আজ হুমকির মুখোমুখি।

***শোলক ***

ডলফিন : প্রায় ছয় সহশ্রাধিক এই ডলফিনের সন্ধান পাওয়া গেছে সুন্দর বনের মিঠা পানি ও বগ্ক্ষোপসাগরের তীরবর্তী স্হানে।নিউর্য়ক ভিত্তিক ওয়াইল্ড লাইফ গ্রুপরের তথ্যমতে বাংলাদেশের পানিতে এই প্রজাতির ডলফিনের বিস্তার লাভের সম্ভোবনা খুবই উজ্জল। ব্রেইন ড. স্মিথ বলেছেন এই আবিস্কার এই প্রজাতির ডলফিনের বিস্তারের জন্য অত্যন্ত আশাবাদী। Bangldesh head of international union for convervasion nature...আইনুন নিষাত বলেছেন : বাংলাদেশ খুব সর্তকতার সাথে এই ডলফিনের সংরক্ষনে সচেষ্ট। ডলফিনের প্রধান খাদ্য হচ্ছে মাছ,তাই ডলফিনের খাদ্য ঘাটতি রোধে এই অ্ঞ্চলে মৎস্য শিকার প্রতিরোধ করতে হবে এবং স্হানীয় মৎস্য শিকরীদের জালে ডলফিন যেন আটক না পড়ে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। এ প্রজাতির ডলফিন সাধারনত ৮ফুট(২.৫মিটার )পর্যন্ত লম্ভা হয়ে থাকে। দক্ষিন ও দক্ষিনপুর্ব এশিয়ার বড় নদী গুলোর মিঠা পানিতেই এ প্রজাতির ডলফিনের বিস্তার লাভ বেশি। সুন্দরবন মিঠা পানির এই ডলফিনের সংরক্ষনের জন্য Wildlife conservation society বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট এর মোহাম্মদ জলিলুর রহমান বলেন,ইতিমধ্যে আমরা স্হানীয় জেলেদের কে সচেতন করেছি যে,ডলফিন শিকার থেকে বিরত জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।