আমাদের কথা খুঁজে নিন

   

মারবা: প্রখর বিষাদিত এক রাগ

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
মারবা (ইংরেজিতে Marwa) প্রখর বিষাদিত রাগ। মারবা কান্না ছাড়া কিছুই না। মারবার স্বরে স্বরে কেবলি ঝরে পড়ে কান্নার সুর।

মারবা, সন্ধিপ্রকাশ রাগ। অর্থাৎ, দিনের শেষে সন্ধ্যার প্রারম্ভই এই রাগের সময়কাল। সরোদে মারবা। আলী আকবর খান। সেতারে মারবা; জামার্ন সেতারবাদক সেবাসটিয়ান ড্রিয়ার।

বাঁশীতের মারবা। বাদক; Sri Nagamangalam Raghavan কন্ঠে; পন্ডিত ভীমসেন যোশী
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.