"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
বৌদ্ধধর্মে ঋষিকে 'বুদ্ধ' বলা হয় । গৌতম বুদ্ধ মৃত্যুর সময় তাহার প্রিয় শিষ্য নন্দাকে 'অন্তিম বুদ্ধ' সম্পর্কে এক ভবিষ্যদ্বাণী শ্রবণ করান - 'নন্দা' এই পৃথিবীতে আমি প্রথম বুদ্ধ নই এবং অন্তিম (সর্বশেষ) বুদ্ধও নই । এই পৃথিবীতে সত্য এবং পরোপকার শিক্ষা দান করার জন্য সময় মত এক 'বুদ্ধ' আর্বিভূত হইবেন । তিনি পূতঃ-পবিত্র অন্তঃকরণের অধিকারী হইবেন । তাহার হৃদয় পরিশুদ্ধ হইবে; তিনি জ্ঞান ও প্রজ্ঞাবান হইবেন ।
তিনি সকল লোকের নায়ক ও পথ প্রদর্শক হইবেন । যদ্রূপ আমি পৃথিবীতে সত্যের শিক্ষা দিয়াছি , তিনিও তদ্রূপ পৃথিবীতে সত্যের শিক্ষা প্রদান করিবেন । তিনি পৃথিবীতে এমন এক জীবন-দর্শন প্রদর্শন করিবেন, যাহা একাধারে পবিত্র ও পূর্ণাঙ্গ হইবে । নন্দ, তাহার নাম "মৈত্রেয়" হইবে ।
[Gospel of Buddha - by carus, P-217]
'বুদ্ধ' শব্দের অর্থ "বুদ্ধি দ্বারা যুক্ত" ।
বুদ্ধ মানুষ-ই হন, কোন দেবতা নয় ।
বুদ্ধের বৈশিষ্টঃ
বুদ্ধ ঐশ্বর্য্যবান এবং ধনবান হন ।
বুদ্ধ সন্তানাদির পিতা হন ।
বুদ্ধ স্ত্রী সংসার এবং শাসন যুক্ত ব্যাক্তি হন ।
বুদ্ধ স্বীয় পূর্ণ আয়ু পর্যন্ত জীবিত থাকেন ।
বুদ্ধ স্বীয় কর্মাদি স্বয়ং সম্পাদন করেন ।
বুদ্ধ কেবল ধর্ম প্রচারক হন ।
বুদ্ধকে 'তথাগত'ও বলা হয় ।
বুদ্ধ যখন একাকী ও নিরালয়ে অবস্হান করেন, তখন অনেক সময় ঈশ্বর তাহার নিকট দেবতা(ফেরেশ্তা) ও রাক্ষসগণকে (জ্বিন) প্রেরণ করেন ।
[Saddharma-Pundrika. S.B.E Vol.xxi, P-225]
প্রত্যেক বুদ্ধ তাহার পূর্ববর্তী বুদ্ধকে স্বরণ করাইয়া দেন এবং স্বীয় অনুগামীদেরকে 'মার' সম্পর্কে সতর্ক করিয়া থাকেন ।
'মার' অর্থ পাপ ও বিনাশ প্রসারকারী । উর্দূতে উহাকে শয়তান এবং ইংরেজীতে ডেভিল বলা হয় । বুদ্ধের অনুগামী, পরিপক্ক অনুগামী হন, তাহাকে কেহ পথভ্রষ্ট করতে পারে না । পৃথিবীতে এক সময় একটি বুদ্ধ থাকেন ।
বুদ্ধ হওয়ার একটি প্রধান বৈশিষ্ট্য এই যে, পৃথিবীতে তাহার কেহ গুরু থাকিবেনা ।
মৈত্রেয় বুদ্ধের বৈশিষ্ট্যঃ
মৈত্রেয় এর অর্থ দয়াবান ।
বুদ্ধ হওয়ার ফলে "অন্তিম বুদ্ধ মৈত্রেয় - ও" বুদ্ধের পূর্ব বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী হইবেন ।
'মৈত্রেয়' বোধিবৃক্ষের নিয়ে সভার আয়োজন করিবেন ।
বোধিবৃক্ষ দুই প্রকার হয়-
১. পার্থিব বৃক্ষ
২. স্বর্গীয় বৃক্ষ
সাধারণ মানুষ অপেক্ষা বুদ্ধের ঘাড়ের হার অত্যাধিক দৃঢ় হয় । সেইজন্য ঘাড় ঘুরাইবার সময় তাহাকে সমস্ত শরীল ঘুরাইতে হয় ।
অতএব 'মৈত্রেয়' বুদ্ধের মধ্যে উক্ত লক্ষণ বিদ্যমান থাকা স্বাভাবিক । এক্ষণে আমি পর্যালোচনা করিব যে, কাহার মধ্যে বুদ্ধগণের বৈশিষ্ট্য বিদ্যমান এবং কে ভবিষ্যদ্বাণীর "মৈত্রেয় বুদ্ধের" সকল গুণাবলী অধিকারী ?
পবিত্র কোরআনে মোহাম্মদ (সাঃ) সম্পর্কে এই ঘোষণা করা হয় যে, "আপনি পূর্বে নির্ধন ছিলেন, অতঃপর আমি আপনাকে ঐশ্চর্যবান ও ধনবান করিয়াছি । " মোহাম্মদ (সাঃ) ঋষি বা নবূয়ত প্রাপ্তি বহু পূর্বেই অনেক ধন লাভ করেন । তাহার নিকট অনেক ঘোড়া ছিল । তাহার আরোহণ করিবার জন্য প্রসিদ্ধ উষ্ট্রের নাম ছিল "আল কাসওয়া" ।
উক্ত উষ্ট্রের উপর আরোহণ করিয়া তিনি মক্কা হতে মদীনা গমণ করেন । এতদ্ব্যতীত তাহার কুড়িটি উষ্ট্রিণী ছিল ।
মোহাম্মদ (সাঃ) এর দ্বাদশ পত্নী , চার কন্যা এবং তিন পুত্র ছিল ।
মোহাম্মদ (সাঃ) শাসকও ছিলেন । তিনি শত সহস্র বিরুদ্ধ পক্ষকে পরাজিত করে সমগ্র আরব দেশের উপর স্বীয় কর্তত্ব প্রতিষ্ঠা করেন ।
তিনি সম্রাট হওয়া সত্ত্বেও তাহার খাদ্য পূর্ববত অতি সাধারণ ছিল ।
মোহাম্মদ (সাঃ) স্বীয় পূর্ণ আয়ুস্কাল পর্যন্ত জীবিত ছিলেন । তাহার অকাল মৃত্যু হয় নাই বা কাহারো দ্বারা নিহত হন নাই ।
মোহাম্মদ (সাঃ) নিজ কার্য সমূহ স্বয়ং নিজে সম্পাদন করিতেন । তিনি সারাজীবনব্যাপী ধর্মপ্রচার করিয়াছেন ।
তিন যখন একাকী ও নিরালয়ে থাকিতেন তখন কখনো কখনো তাহার নিকট ফেরেশ্তা ও জ্বিন আগমণ করিত ।
তিনি তাহার পূর্ববর্তী ঋষিগণের বা নবীদের কাজকে সমর্থন করেন । তিনি তাহাদের মধ্যে কোন পার্থক্য করিতেন না ।
তিনি তাহার অনুগামীদের শয়তান সম্পর্কে বার বার সতর্ক করিয়াছেন । কোরআনেও এ ব্যাপারে অনেকবার বলা হইয়াছে এবং সতর্ক করা হইয়াছে ।
তাহার অনুগমীগণ কখনও তাহার প্রদর্শিত পথ হইতে বিচ্যুত হন নাই । শত সহস্র দুঃখ কষ্ট ও কন্টকপূর্ণ জীবন যাপন করা সত্ত্বেও তাহার সাহাবীগণ তাহার সঙ্গ ত্যাগ করেন নাই ।
মোহাম্মদ (সাঃ) যখন বুদ্ধ বা নবী রূপে আর্বিভাব হন , তখন পৃথিবীতে অন্য কোন বুদ্ধ ছিলনা । উনার নবুয়ত প্রাপ্তির সময় পৃথিবীতে সামাজিক ও ধর্মীয় পরিস্হিতি অত্যন্ত কলূষিত ছিল । তার অক্লান্ত প্রচেষ্টায় সমগ্র আরব এবং তার পার্শ্ববর্তী এলাকায় সমস্ত কুসংস্কার দূর হয়ে সত্যিকারের দ্বীনের আলো বিদ্যুতের মত ছড়িয়ে পড়ে ।
মোহাম্মদ (সাঃ) সাহেবের পৃথিবীতে কোন গুরু বা শিক্ষক ছিলো না । তিনি কোন প্রকার লেখাপড়া জানতেন না । এই জন্য তাহাকে 'উম্মি' বা 'নিরক্ষর' বলা হইয়াছে । তাহার অন্তঃকরণে ঈশ্বর কর্তৃক অবর্তীণ বাণীসমূহের সংহিতাই পবিত্র কোরআন । কোনরূপ প্রাতিষ্ঠিানিক শিক্ষা ব্যাতীত কারো কাছ থেকে এরূপ গ্রন্হ যা পরিপূর্ণ মানব-জীবন বিধান তা বুদ্ধ বা নবী ব্যতীত অন্য কারো কাছ থেকে প্রকাশ পাওয়া সম্ভব নয় ।
"মৈত্রেয়" অর্থ দয়াবান । ১৬ ই অক্টোঃ ১৯৩০ সনে লীডার পত্রিকার পৃষ্ঠা ৭ কলম ৩ এ এক বোদ্ধ মৈত্রয় শব্দের অর্থ দয়া লিখেন । মোহাম্মদ (সাঃ) ও ছিলেন দয়াবান । এ কারণে তাহাকে "রাহমাতুল্লিল আলামিন" (সমগ্র বিশ্বের জন্য দয়া ও করুণা) উপাধি প্রদান করা হইয়াছে ।
মৈত্রেয় বুদ্ধের বিষয়ে ইহা উল্লেখ আছে যে, তিনি সমস্ত শরীর না ঘুরাইয়া ঘাঢ় ঘুরাইতে পারিবেন না ।
এই লক্ষণ মোহাম্মদ (সাঃ) এর ও ছিল । কোন ব্যক্তির সঙ্গে কথা বলা সময় তিনি সম্পূর্ণ শরীর ঘুরাইয়া লইতেন ।
অতএব ইহা স্বতঃসিদ্ধ ভাবে প্রমাণ হইল যে, বৌদ্ধ গ্রন্হসমূহে যে মৈত্রেয় বুদ্ধ বা অন্তিম বুদ্ধ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হইয়াছে তিনিই সেই অন্তিম বুদ্ধ বা ঋষি মোহাম্মদ (সাঃ)
সূত্রঃ বেদ-পূরাণে আল্লাহ ও হযরত মোহাম্মদ , ধর্মাচার্য অধ্যাপক ড. বেদপ্রকাশ উপধ্যায় প্রণীত ।
---------------------------------------------------------------
Buddhism is older than Christianity. It originated in
India but is prevalent in entire South Asia and far
East. Gautama Buddha, its founder is supposed to be an
agnostic but this is disputed. The word Buddha
means enlightened. Scriptures of Buddhism are
available in Sanskrit, Pali, Sinhalese, Burmese,
Chinese,
Tibetan and Japanese languages. We could get the
following information collectively from them;
At his death bed his grief-stricken disciples asked
him who will provide them guidance after him. The
Buddha consoled them by saying; “Do not think I am the
only Buddha. There had been many before me and
will be many after me. At appropriate time a
great Buddha will come.”
(Compare this with the Qur’anic Verse 26:9 “say (O Muhammad): I am no new thing among Messengers (of Allah....).
তাহার বৈশিষ্ট্যসমূহঃ
* He will be born in a country to west ( and not in
India) Refer Fig.1
* He will migrate from his homeland.
* He will look at the Universe face to face. (Compare
this with Mi’raj).
* His countrymen cannot be reformed until his advent.
In Si-Yu-Ki, Vol I, p.229, it is written that
*"... no words can describe the personal beauty of Maitreya".
* He will preach the same religion as mine but its
perfection and success will reach peak stage only in
his time (Compare this with the Qur’anic Verse 5:3
“..... I have perfected your religion for you.. . and
have
chosen Al Islam for you as religion... “).
* While my disciples are in hundreds, his will be in
thousands.
The Chief disciple Ananda asked him how to identify
the great Buddha when he eventually comes. Gautama
told them,
* “His name will be Maitreya.”
The word maitreya means love, kindness, compassion,
mercy, and so on. The Arabic for mercy is rahmat.
Rahmat is title given to the Sayyidul Mursaleen e
Leader of Prophets, by Allah in Qur’an ! He refers to
him as;
Rahmatan lil Alameen Mercy unto the worlds (21:07)
Rahshatun lilladeena amanu minkum Mercy unto the
believers (9:61)
Rahmatan min Rabbika Mercy from thy Lord (28:46)
আরও জানতে দেখুনঃ
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।