আমাদের কথা খুঁজে নিন

   

NOAA APT আবহাওয়া উপগ্রহের পাঠানো ইমেজ

সীমান্তের অতন্দ্র প্রহরী

আসলে আমাদের দেশে এই সকল বিষয় নিয়ে কাজ করার লোক খুব কমই দেখেছি। এই ইমেজ গুলো ই আবহাওয়ার পূর্বাভাস হিসেবে আমরা USA এর কাছ থেকে কোটি কোটি টাকা খরচ করে কিনছি। কিন্তু ৫০০ টাকা খরচ করেই ঐ ইমেজ রিসিভ করার রিসিভার বানানো যায়। ভারতে অনেক রেডিও এমেচার এই কাজ করছেন। তন্মধ্যে মহেশ ভাটকার, কলসাইন- VU2IIA উল্লেখযোগ্য। তার Homebrew অর্থাৎ হাতে তৈরি VHF রিসিভারের সাহায্যে তিনি নিয়মিত ইমেজ গুলো রিসিভ করে যাচ্ছেন যার সাহায্যে সহজেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যেতে পারে। উনার ওয়েব সাইট http://www.vu2iia.bravehost.com/ ছবিটি ভারতের আকাশ থেকে প্রাপ্ত তাই বাংলাদেশর অংশ কে ভাল ভাবে দেখা যাচ্ছে না। নোয়া স্যাটেলাইট Specification: NOAA- National Oceanic and Atmospheric Administration, USA. Satellite type - NOAA, Polar Orbiting, Sun synchronous. Orbit period - Approximately 102 minutes. Resolution - 4km/pixel. Data Channels - 2 CH for APT. Transmitter Power - 5 W (37dBm). Polarization - RCP. Frequency(MHz) - 137.50 or 137.62 or 137.100. Carrier Modulation - 2.4 KHz AM sub carrier on FM carrier. Reception - Directly from NOAA satellite with home made equipment and antenna. তথ্য: সংগৃহীত S21SM

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.