আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (৮): Labyrinthine!

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
Labyrinth (ল্যাবেরিন্থ) হলো জটিল, বিস্তৃত এবং ঘোরানো প্যাঁচানো রাস্তার সমাবেশ যেখানে মানুষ সহজেই পথ হারিয়ে ফেলতে পারে: গোলকধাঁধাঁ। পৃথিবীর বহুল আলোচিত একটি labyrinth হচ্ছে গ্রিসের ক্রিট দ্বীপের কিংবদন্তির সেই গোলকধাঁধাঁ যা স্থপতি ডিডেলাস নির্মাণ করেছিল রাজা মাইনোসের জন্য। কিন্তু গোলকধাঁধাঁ নির্মাণের পর ডিডেলাস ও তার ছেলে ইকারুসকে বন্দী করে রাখে মাইনোস। সুদক্ষ কারিগর ডিডেলাস অবশ্য গোপনে মোমের ডানা বানিয়ে ছেলেকে নিয়ে ক্রিট থেকে উড়ে চলে যায়।

ইজিয়ান সাগরের উপর দিয়ে যাওয়ার সময় ইকারুস খুশিতে ক্রমাগত উঁচুতে উঠতে থাকে। অভিজ্ঞ পিতা ইকারুসকে বিপদের সাবধানবাণী শোনায়, ইকারুস কর্ণপাত করে না। এক সময় ডানা গলে ইজিয়ানের বুকে পড়ে যায় ইকারুস। সলিল সমাধি হয় পুত্রের, ভগ্ন-হৃদয় পিতা ফিরে আসে সিসিলিতে। এদিকে মাইনোস গোলকধাঁধাঁটিতে বন্দী করে রেখেছিল বৃষ-মস্তকের দৈত্য মিনোটরকে এবং এথেন্সকে বাধ্য করত প্রতি বছর সাত জন তরুণ ও সাত জন তরুণী পাঠাতে এর খাবার হিসেবে।

এভাবে মানব উৎসর্গ পাঠানোর তৃতীয় বছরে আয়োনিয়ান বীর থিসিউস রাজি হয় খাবার হিসেবে নিজেই দৈত্যের মুখোমুখি হতে। থিসিউস ক্রিটে পৌঁছার পর মাইনোসের কন্যা আ্যরিয়াডনি তার প্রেমে পড়ে যায়। মেয়েটির সহায়তায় মিনোটরকে হত্যা করে জটিল সেই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় থিসিউস। _________________________________ এখন কল্পনা করুন, ক্রিটের সেই ল্যাবেরিন্থে আপনাকে ছেড়ে দেয়া হলো, কিন্তু সাহায্য করার জন্য কোনো আ্যরিয়াডনি নেই আপনার! কী অবস্থা হবে আপনার? আপনার অবস্থা হবে labyrinthine (ল্যাবেরিন্থিন): তালগোল পাকানোর মত জটিল। labyrinthine শব্দটি ঘোরানো প্যাঁচানো রাস্তা, কথাবার্তা বা মনের অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে: "A labyrinthine network of tortuous footpaths".
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.