যুদ্ধাপরাধীদের বিচার চাই
ফলিক এসিড
যেসব নারী গর্ভবতী অথবা গর্ভধারণ করার কথা ভাবছে তাদের অবশ্যই ফলিক এসিড গ্রহণ করা উচিৎ৷ বিশেষজ্ঞদের মতে ভিটামিন ‘বি’ সব বয়সের নারীদের জন্য প্রয়েজনীয়, এমন কি যেসব মহিলা বলে ‘আমি বাচ্চাদের নোংরা ডাইপার বদলাতে পারবোনা’ , তাদের ক্ষেত্রেও৷ ফলিক এসিড মহিলাদের ভ্রুণে অবস্থানরত শিশুর মস্তিস্ক ও মেরুদন্ডের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে৷
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ডাইম পেরেনটিয়াল গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডাঃ জোয়ান পেটরিনির মতে, ৫০ শতাংশেরও বেশী নারী অপরিকল্পিতভাবে গর্ভবতী হয়ে যায় তাই গর্ভকালীন সময়ে মালটি ভিটামিনের সাথে ফলিক এসিড গ্রহণ করা প্রতিটি গর্ভবতী নারীর জন্য আবশ্যকীয়৷একই গবেষণা কেন্দ্রের একটি সমীক্ষায় বলা হয়েছে ৪০ শতাংশের বেশী নারী যাদের বয়স ১৮ থেকে ৪৫ তারা নিয়মিত ফলিক এসিড গ্রহণ করছে৷
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত রোগ নিয়ন্ত্রন ও প্রতিষেধক কেন্দ্র সি.ডি.সি.-এর মতে, যেসব মহিলারা গর্ভধারণ করার একমাস আগে থেকে এবং গর্ভধারণের তিনমাস পর্যন্ত একটানা ফলিক এসিড গ্রহণ করে, তারা ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত নিজেদের গর্ভের সন্তানের মস্তিস্কের ও মেরুদন্ডের ক্ষতি এড়াতে পারে- এটি পরীক্ষিত৷
নিউরাল টিউব বা নার্ভ-সংক্রান্ত নালী ভ্রুণের ভিতর মস্তিস্ক ও মেরুদন্ড গঠন করতে সাহায্য করে৷ এর কাঠামোটি একটি ছোট ফিতার মতো একটি ছোট টিস্যু,যা গর্ভধারনের ২৮ দিন থেকে গঠন হতে শুরু করে৷
ফারজানা কবীর খান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।