সুন্দর সমর
ভুত ফিনিশ!
ভুত নিয়ে মশকরা নয়
ভুত কঠিন জিনিস
তোদের ঘাড়ে কয়টা মাথা
ভুত কি তোরা চিনিস!
ভুতকে নিয়ে বেশি কথায়
উঠতে পারে খেপে
রক্ষী হয়ে ধরতে পারে
কখন কোথায় চেপে!
ভুতের পিতা তিক্ত হয়ে
তাকিয়ে দিলে হাসি
তোদের গলায় পড়বে ঠিকই
দুর্ভিক্ষের ফাঁসি।
ভাত পাবি না ফ্যান পাবি না
কচু খেয়ে মর
বেওয়ারিশ লাশ হয়ে ফের
জুটবে কবর ঘর!
এ সব কথা এ দেশে
নতুন কিছু নয়
দেশের লোকে চুয়াত্তুরে
দেখেছে প্রলয়!
ভুত নিয়ে মশকরা নয়
ভুত কঠিন জিনিস
ভুত নিয়ে সকল কথা
আজ করছি ফিনিশ!
ভুতগুলো-৩
ভুত নিয়ে হচ্ছে কথা
ভুত নিয়ে কাব্য
ভুতের ইতিকথা নিয়ে
আজকে সবাই ভাববো।
‘বাকশেয়ালি’ ভুতগুলো
ভাবছে টিকে থাকবে,
রক্ষী ভুতের নামটা শুনে
হয়ত কেহ কাঁপবে!
৭৪’এর নজির টেনে
কথাটা কে বলবে!
ভুতরা যখন নেতা সাজে
দেশটা কেমন চলবে!
খুন-খারাবি-আকাল ভরা
ভুতের সে সব দিন
রক্ত দিয়ে শোধ হয়েছে
হাজার প্রাণের ঋণ!
ঘরে এবং বাইরে আজকে
ভুতের ষড়যন্ত্র
দেশের লোকের জোট বাধাটাই
ভুত তাড়াবার মন্ত্র!
ভুতগুলো-২
ভুত নিয়ে কাব্য হবে
ভুত নিয়ে গল্প
ভুত নিয়ে বলার আছে
নয় কো কিছুই অল্প
রাজনীতিতে ভুত পাবেগো
ভুত পাবে গো ভোটে
আইন এবং আদালতে
ভুতের হাসি ফোটে,
কোনো ভুতের রঙ্গটি গাঢ়
কোনো ভুতের ফিকে,
চোখ দুটো খোলা রেখে
দেখো চুর্তদিকে।
ভুতের কথায় ভাঙ্গে বরাত,
ছিঁড়তে পারে শিকে,
ভুত নিয়ে এ সব কথা
শুনবে দিকে দিকে!
ভুতগুলো-১
দ্যাশের লোকের জানা আছে
ভুতের হাজার কান্ড
ভুতের গল্পে ভর্তি এখন
সোনার দেশের ভান্ড!
কালকে ছিলো আজকে যে নেই
তাকেই তো ভুত বলে
দিনরাত্র ভুত-পেতনি
বানায় দাদার কলে!
এককালে দাপটধারী
ছিলো যে বাকশাল
ভুত হয়েছে তারা সবাই
দেখবে না আজকাল!
‘বাকশেয়ালী’ সে সব ভুতের
নামটি জানো তোমরা,
তাদের ছেলে মেয়েই নাকি
হোমরা এবং চোমরা!
রক্ষী ভুতের কালো হাতে
হারিয়ে গেছে যারা,
কারো ছেলে, কারো স্বামী
কারো পিতা তারা!
সে সব ভুতের শক্তি বেজায়
খুটি খুবই শক্ত
তাদের বিচার চাইতে গেলে
ঝড়বে তোমার রক্ত!
রাজনীতিতে ওসব ভুতের
কীর্তি আছে মেলা!
এম্নি করে ‘আজববাদের’
ভুতরা দেখায় খেলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।