সবই জানাবো সবাই কে....। সময়ই সব বলে দেবে....।
যাকে এতোটা ভালোবাসি সে যে আমাকে একদম মুল্য দেয় না....।
সে তার পুরোনো স্মৃতি নিয়ে পড়ে থাকতে চায়.....।
কেনো তুমি এমন করো আমার সাথে...?
তুমি জানো না আমি তোমাকে কতোটা ভালোবাসি.....।
নাকি জেনেও না জানার ভান করো..?
আমি তোমাকে ভালোবাসি....। সবার চেয়ে মনে হয় একটু বেশি-ই ভালোবাসি...। শুধুই ভালোবাসি....।
কথা দিলাম আজ ,,, কোনো দিন তোমার ঐ দুটি চোখ থেকে এক ফোটা পানি গড়িয়ে পড়তে দেবো না....।
শুধু একটাই অনুরোধ,,,তুমি শুধু আমার হয়ে যাও...।
আর কষ্ট দিয়ো না সোনামনি...
I Love U Ash.
It;s true..Comes from my Heart...Pray for me All...Plz
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।