...
Twitter এখন, মাইক্রোব্লগিং এবং বিজনেস ট্রেন্ড এবং মনের ভাব প্রকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সম্প্রতি কথা উঠেছিল গুগল টুইটারকে কিনে নেবে।
ইন্টারনেট মার্কেটার এবং বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ যোগাযোগ রাখছে টুইটারে Follow/Invite করে।
আগে মানুষ নিউজ পড়তো বা বুকমার্ক করতো নিজের পিসিতে। কিন্তু পিসিতে রাখা ডাটা যেমন আপনি সবসময় সাথে রাখতে পারেন না, তেমনি ডাটা হারাতে কতোক্ষণ? এখন ব্যস্ততার যুগ।
আপনি RSS বা ATOM ফীড পড়েন কিন্তু কে কোনগুলোর উপর নজর রাখছে, আপনার এখন মুড কেমন? অথবা সবাইকে জানালেন আপনি এখন কোথায়? বা একটি জম্পেশ আড্ডার নিম্ত্রণ দিলেন। মাত্র এক লাইনে।
হ্যাঁ এই এক লাইনে কিছু লেখার এই ব্যাপারটিই মাইক্রোব্লগিং।
তো বন্ধুরা, এখন আর লেকচার নয়, এবার দেখাবো কী করে আপনার জিমেইলের উইন্ডোতেই এই টুইটার ব্যবহার করতে পারবেন। যারা প্রচণ্ড ব্যস্ত থাকেন অথবা যারা টুইটারে একটু পর পর টুইট করতে পছন্দ করেন তাদের বেশ কাজে লাগবে।
১. প্রথমে আপনার জিমেইলে নীচের ছবির মতো সবুজ আইকনটিতে ক্লিক করে গ্যাজেট Pane এ যান।
২. গ্যাজেট সচল করে দিয়ে আসুন নীচের ছবির মতো। এটি সাধারণত একেবারে শেষে থাকে।
৩. এবার সেটিংস এ গিয়ে Gadgets(গ্যাজেটস) লেখা লিঙ্কে ক্লিক করুন।
৪. এবার আপনি টুইটার গ্যাজেট যোগ করার জন্য http://www.twittergadget.com/gadget_gmail.xml ঠিকানাটি পেস্ট করুন।
৫. কাজ শেষ হলে নিচের মতো ছবি দেখতে পাবেন।
এবার জিমেইলে বাঁ-পাশে একটি নতুন গ্যাজেট দেখতে পাবেন। সেখানে টুইটার username & password দিয়েই টুইটিং শুরু করতে পারেন।
টুইটার নিয়ে একটি রোম্যান্টিক ভিডিও দেখুন:
নীচের ভিডিওটা একটু PG রেটিং এর। এটিতে দেখানো হয়েছে টুইটার ম্যানিয়াক একটি মেয়েকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।