আমাদের কথা খুঁজে নিন

   

ষৎ লুকের নামে বরাদ্দ করা জমিটি বাজেয়াপ্ত করা হউক



ষৎ লুক নিজামী চামে চামে গত সরকারের আমলে মগবাজারে একটি প্লট দখল করিয়াছিলেন। সরকার নাকি গুরুত্বপুর্ন রাষ্ট্রীয় কাজ করার পুরুষ্কার হিসাবে ষৎ লুক নিজামীকে ঐ জমি দিয়াছিল। আল্লাহ সাক্ষী, ষৎ লুক নিজামী তার জন্মের পর থিকা এই দেশের ুটকি মারা ছাড়া আর কুন কাজ করে নাই। তার হাতে এখনো মাইনষের রক্ত। তাহার নামে বরাদ্দকৃত জমিটি বাজেয়াপ্ত করিয়া তাহা পিলখানায় নিহতদের জন্য ফ্ল্যাট নির্মানে কাজে লাগান হউক।

পিলখানায় নিহতরা দেশের জন্য নিজামীর চেয়ে অনেক বেশি কাজ করছে। পড়েন। নিজামীর বিবৃতি খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার আহ্বান কুটরাজনীতি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানকে কুটরাজনীতি ও প্রতিহিংসাপরায়ণ মনোভাবের প্রকাশ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে নিজামী এ কথা বলেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রীর সেনানিবাসের বাড়িটির স্থানে ফ্ল্যাট বানিয়ে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দেওয়ার ঘোষণা এক ঢিলে দুই পাখি মারার অপকৌশল।

এর মাধ্যমে প্রধানমন্ত্রী একজন সাবেক শহীদ রাষ্ট্রপতির পত্নীকেই শুধু বিব্রত করেননি, তিনি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার-পরিজনদেরও বিব্রত ও অপমানিত করেছেন। জামায়াতের আমির বলেন, শহীদ সেনা পরিবারকে বাড়ি বা ফ্ল্যাট দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার যদি আন্তরিক হতো, তাহলে উপযুক্ত স্থানের অভাব ছিল না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।