আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লাওয়ারস অব দ্য ভ্যালি

নভেরা হোসেন

তুমি তাকে যতবার ভালবাসবে পুনর্বার সে তোমাকে হত্যা করবে, কাদা মাটির ছাঁচে আকৃতি দিয়ে তৈরি করবে অবিকল তোমার মতো আর একজন তোমাকে। সেও প্রজাপতির বর্ণিলতায় খুঁজে পাবে অবগাহনের ঈপ্সিত ঝরনা ঝরনার শরীর বেয়ে নুড়ি পাথর আর শ্যাওলার আস্তরন কেটে পৌঁছে যাবে মানস সরোবরে সেখানে ফ্লাওয়ারস অব দ্য ভ্যালি অপেক্ষায় রয়। উন্মুল রাত্রির নিবিড় আলিঙ্গন ভুলবার আগেই সে তোমাকে হত্যা করবে । বিকশিত দিনের শেষে খররোদ কত ঝিমিক ঝিমিক জেগে ওঠে তুমিওতো পথ খুঁজে খুঁজে কুয়ার কাছে এসেছিলে ঝাঁপ দেবে বলে অকস্মাৎ অস্ফুট কোরকের বেদন নাভিমূলে এসে আটকে গেল, পারনি তাকে সরিয়ে দিতে অমরা- সদৃশ বন্ধন হয়ে গেঁথে আছে বৃশ্চিকের মারণদন্ত। তারপর আরও বহুশত বার জন্ম এবং মৃত্যু এবং জন্ম এবং মৃত্যু এবং সে তোমাকে হত্যা করল পুনর্বার। ২১ সেপ্টেম্বর ২০০৮ মিরপুর ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.