বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
সারেঙ্গী। ভারতীয় মার্গ সঙ্গীতের অন্যতম বাদ্যযন্ত্র সারেঙ্গী। ছড় দিয়ে বাজাতে হয়। হিন্দিতে 'সাও' মানে শত। আর, 'রাঙ' মানে রং। তার মানে, শতরং। সারেঙ্গীতে শতরং ছড়ায় বলেই এই নাম।
সারেঙ্গীতে কলকাতার মেয়ে গৌরি ব্যানার্জী রাগ মধুবন্তী কেমন বাজায় দেখুন-
আবদুল লতিফ খানের বাজানো চারটে রাগের অডিও লিঙ্ক
http://sarangi.info/alk
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।