শুধু যে আমি ই ঘুমিয়ে আছি তা কিন্তু নয়, পুরো জাতি ই ঘুমিয়ে আছে। কিন্তু এখন সময় হয়েছে জেগে ওঠার। বেরুতে হবে চাবি খুজতে - সেই স্বপ্নলোকের চাবি
আমি অনিকেত। যাকে নিকেতন করা যায়না। একটু ধৈর্য ধরে পড়লেই বুঝতে পারবেন। তবে আগেই বলে নিচ্ছি - এই পর্বে নয়, পরবর্তি কোন পর্বে। আগেই বলেছি - ধৈর্য ধরতে হবে।
স্বপনপারের ডাক শুনেছি- জেগে তাইতো ভাবি, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি..............
শুধু যে আমি ই ঘুমিয়ে আছি তা কিন্তু নয়, পুরো জাতি ই ঘুমিয়ে আছে। কিন্তু এখন সময় হয়েছে জেগে ওঠার। বেরুতে হবে চাবি খুঁজতে - সেই স্বপ্নলোকের চাবি..........
কেউ কি আছেন সাথে নিয়ে যাবার? কিংবা সাথে চলার? চলুন আমরা একসাথে বের হই, প্রিয় মাতৃভুমিকে পৌঁছে দেই সেই স্বপ্নলোকের পারে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।