আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (৬): Lament, Jeremiad !

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
ল্যামেন্ট (lament) বা ল্যামেন্টেশান (lamentation) হলো বেদনা, অনুশোচনা বা বিলাপ প্রকাশকারী কোনো গান, কবিতা কিংবা বাদ্য। মানব ইতিহাসের টিকে থাকা প্রাচীনতম কাব্যগুলির অধিকাংশের মধ্যেই ল্যামেন্ট পাওয়া যায়। ল্যামেন্ট রয়েছে হোমারের ইলিয়াড ও অডিসিতে, রয়েছে প্রাচীন ইংরেজি সাহিত্য বোওয়ালফ, হিন্দু বেদ, মেসোপটেমিয়ার উর নগরির শোকগাঁথা এবং তাওরাতে। অনেক বাচনিক প্রথায়, ল্যামেন্ট একটি ধারা হিসেবে গড়ে উঠেছে যা সাধারণত নারীরা পালন করে থাকেন।

দ্য বুক অব ল্যামেন্টেশানস (The Book of Lamentations) বাইবেলের পুরাতন নিয়মের একটি পবিত্র গ্রন্থ, যা নবী জেরেমিয়াহ (Jeremiah) লিখেছেন বলে বিশ্বাস করা হয়। ধর্মগ্রন্থটিতে নবী তাঁর জাতির পতন ও দুর্দশার বিষাদমাখা প্রত্যক্ষদর্শী বিবরণ দেন। স্বজাতির হাতে বন্দী, ভগ্নহৃদয় নবী দেখেন কিভাবে ব্যাবিলনের রাজা নেবুচাঁদনেজার জেরুজালেম ও ৪০০ বছর ধরে দাঁড়িয়ে থাকা সুলাইমানের (আঃ) উপাসনালয়কে ধ্বংস করে। ধর্মগ্রন্থটির সুর অত্যন্ত বিষণ্ণ, এবং নবী জেরেমিয়াহকে সচরাচর 'ক্রন্দনরত নবী' বা 'ভগ্নহৃদয় নবী' হিসেবে আখ্যায়িত করা হয়। বুক অব ল্যামেন্টেশানসের প্রথম পঙ্‌ক্তি হলো: কিভাবে নগরীটি হয়ে গেল নির্জন, ছিল যা জনাকীর্ণ! কিভাবে সে হয়ে গেল বিধবা! ছিল সে মহান এক জাতি, জনপদের রাজকুমারী, হয়ে গেল আজ করদ এক রাজ্য! বিষণ্ণ এই নবীর নাম থেকে আমরা আরেকটি শব্দ পাই: Jeremiad, যার মানে প্রলম্বিত, বিলাপপূর্ণ অভিযোগ বা সাবধানবাণী ( a long and mournful complaint), কারণ নবী তার স্বজাতিকে স্রষ্টার প্রতি অবাধ্যতার কারণে সমালোচনা করেছিলেন এবং এর পরিণাম সংক্রান্ত সাবধানবাণী শুনিয়েছিলেন।

Lament. v. & n. To express grief for or about; mourn: “We lamented the death of the child.”
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.