আমাদের কথা খুঁজে নিন

   

হাজবেন্ড প্রজেক্ট

www.cameraman-blog.com/

ডিগ্রি অর্জনের জন্য তো ছাত্র-ছাত্রীরা কত ধরণের প্রজেক্টই করে থাকে। কিন্তু কেউ যদি তার ভিজুয়াল আর্ট ডিগ্রির জন্য "হাজবেন্ড প্রজেক্ট" নিয়ে কাজ শুরু করে তবে কি বলবেন ? মন্দ কি ! ডিগ্রিও হলো সাথে একজন জলজ্যান্ত স্বামীও পাওয়া গেল। ২৩ বছরের এক ব্রিটিশ তরুণী টিক একাজটিই করছে। আলেক্স হামফ্রে লিডস কলেজ অফ আর্ট এন্ড ডিজাইনের ছাত্রী। প্রচলিত ডেটিং এর উপর বীতশ্রদ্ধ হয়েই আলেক্স তার স্বামী খোজার বিষয়টিই তুলে নিয়ে এসেছে তার ডিগ্রি অর্জনের প্রজেক্ট হিসেবে।

তবে এব্যাপারে সে যথেষ্টই সিরিয়াস। শুধূমাত্র খোজার কাজই সে করবে না, ৩ মাসের এই প্রজেক্ট শেষে সে ভাগ্যবান তরুণটিকে স্বামীত্বে বরণ করবে। এজন্য সে একটি ব্লগও খূলেছে। ব্লগে আগ্রহীদের জন্য সে মোট ৪৫ টি প্রশ্নমালা তৈরী করেছে। সবার সাথেই সে ইমেইলে যোগাযোগ করছে।

আগ্রহী প্রায় ১৫০ জন তরুণের মধ্যে থেকে সে মোটামুটি ১০ জনকে নির্বাচিত করেছে। এরমধ্যে কয়েকজনের সাথে সে দেখাও করেছে। এই ১০ জনকে সে নির্বাচন করছে তার সমান উচ্চতা অথবা বেশী আর সেন্স অফ হিউমারের ভিত্তিতে। এদের মধ্যে একজন আছে শিকাগোতে। আলেক্স বলেছে প্রয়োজন হলে সে নিজেই উড়ে যাবে শিকাগো।

আলেক্স সবকিছুই সংগ্রহে রাখছে তার এই ডিগ্রি প্রজেক্টের জন্য, একদম শেষে তার ফাইনাল আর্টওয়ার্কের সাথে যোগ হবে ম্যারেজ সার্টিফিকেট। আগামী জুন মাসে জমা দেয়ার সময় তার পাশে থাকবে তার সেই রক্ত-মাংসের স্বামী প্রবরটি। আলেক্স হামফ্রে'র ব্লগ মেইল অনলাইনের খবর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।