আমাদের কথা খুঁজে নিন

   

নুমানীরা মরলে শহীদ ছাত্রলীগের কেউ মরলে শহীদ নয় কেন ? সরকারের জন্য কারা মায়া কান্না করছে ?

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

ঢাকা মেডিকেলে ছাত্রলীগের অভ্যন্তরিন সংঘর্ষে কয়েক জন আহত হয়েছে । অসমর্থিত তথ্য এক জন মারা গেছে । এই মারা যাওয়া ছাত্রনেতাকে নিয়ে এবং ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে কয়েকজন পোস্ট দিয়েছেন । তাদের পোস্টের বক্তব্য বেশির ভাগই ছাত্রলীগের নেতা নিহত হবার কথা বলা হলেও সরকারেকে একহাত নিতে চাইছেন তাদের লেখা । আবার সরকারের জন্য(প্রধানমন্ত্রীর জন্য) মায়া কান্না ও দেখা যায় ।

কয়দিন আগে রাবিতে শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষে শিবিরের নুমানী মারা গেলে তারে শহীদ বানাইয়া পোস্টের পর পোষ্ট দিয়ে ব্লগ ভরাইয়া দিয়েছে । প্রায় একই রকম ঘটনায় ছাত্রলীগের প্রতিপক্ষের কেউ মারা যাওয়ায় তাকা শহীদ না বলে মরে গেছে , নিহত হয়েছে বলা হচ্ছে । দেখার বিষয় উভয় ধরনের পোষ্ট গুলো একই ঘরনার লোকজনই দিচ্ছে । কিন্তু নুমানী শহীদ কিন্তু অপরজন নিহত । আজিব তাদের রাজনীতি, কৌশল , প্রচারনা , ভন্ডামী ।

২)ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সরকারের জন্য কারো কারো দরদ উথলাইয়া উটতাছে দেইখা হাসি পাচ্ছে । তারা সরকারকে জ্ঞান দিচ্ছে নানান ভাবে , কেন ছাত্রলীগকে স্হগিত করছেনা , কেন সরকার তাদের বিরুদ্ধে ব্যাবস্হা নিচ্ছে না । তা নাহলে সরকারের কি কি ক্ষতি হবে ...... মজাই পাইতাছি যখন দেখি শিবিরের কোন ক্যাডার যখন হাসিনার সরকারের জন্য মায়া কান্না করে । অথচ ২০০১ --২০০৭ পর্যন্ত শিবির ছাত্রদল যখন শিক্ষাপ্রতিস্ঠান গুলোকে মিনি ক্যান্টেরমেন্ট বানাইয়া রাখছিল । ২০০১ সালের নির্বাচনের রাতেই ছাত্রলীগের ছেলেদে পিটিয়া হলথেকে বের করে দেওয়া হয়েছিল , জুট সরকারের সাড়ে তিন বছর ছাত্রলীগকে ঢাবির ক্যাম্পাসের ত্রিসীমানায় ঘেঁষতে দেয়নি, সারাদেশে ছাত্রলীগের উপর দমন নির্যাতন করে শতশত ছাত্রলীগের নেতা কর্মিকে হত্যা আর পুঙ্গ করে দিয়েছিল ।

চাঁদাবাজি , টেন্ডারবাজি করে কোটি কোটি টাকা কামাই করেছে । তখন তাদের নেতা নেত্রীদের কিন্ত এমন সুন্দর সুন্দর উপদেশ দেয় নাই । খালেদারে একবারের জন্যও বলে নাই আপনি আমাদের রাজনীতি স্হগিত করে রাখেন । এখন হাসিনারে উপদেশ দিতে দিতে কেউ কেউ হাঁফিয়েও উঠছেন । তাদের এখন শরীরের ঘৃনাও শেষ হয়ে যাচ্ছে ।

এসব দেখে মজাই লাগে কারন,'' মা'র ছেয়ে মাসী'র দরদবেশী'' বলে সেই প্রবাদ আবারও সঠিক বলে মনে হচ্ছে । )এই লেখার মাধ্যমে আমি ছাত্রলীগের কোন অপকর্মকে সমর্থন করছিনা , শুধু কিছু মানুষের ভন্ডামীর কথা বলতে চেয়েছি । ) বিঃদ্রঃ শুধু ছাত্রলীগ নয়যে কারো কারনেই হোক কোন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই । খুন , হত্যাকান্ড এসবের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই । (তবে জামাত - শিবির মারার কোন বিচার চাইনা ।

কারন এরা এ দেশ এবং এ মাটির শত্রু । যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলান করবো , আবার তাদের সহযোগীদের মারলে বিচার চাইবো এমন ভন্ডামী আমি করতে পারবোনা । )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।