আমাদের কথা খুঁজে নিন

   

পিচ্চিকে নিয়ে!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

মূখ্য আকাশ আর গৌণ পৃথিবীর একটা অর্থহীন জীবনের নীরস পংতি কেউ পড়তে চায় না। আমার নিজের কাছেই একঘেয়েমীতে ভরা ঘ্যানর ঘ্যানর মনে হয়, তবে এটা ঠিক, যার বুক ভাঙ্গে সেই জানে এর যন্ত্রনা কতটা গভীর! রিনকে শুধু একটা কথাই বলেছিলাম," তোমাকে মুক্ত করে দিলাম, যাও সঙ্গী করে নাও যাকে ভালোবাসো!" তখনও বুঝতে পারিনি সে আসলে নিজেও দ্বীধায় যাকে সে ভালোবাসে সেও কি পূর্বেকার মতো ঠকাবে কিনা, নাকি মিছেই গালভরা গল্প! তবে সর্বনাশ হয় আমার, যখন বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসার কি মানে, আর যখন সে ভালোবাসা হারিয়ে যায় তখন নিজেকে অনেকটা মৃত শালিকের মতোই নিথর মনে হয়। অনেক চেস্টা করেছি খড় কুটো জড়িয়ে বেচে থাকার, সফল হয়েছি বৈকি। কখনো বন্ধুদের সাথে কাউন্সেলিং এ যাওয়া, কখনোবা নেশায় নিজেকে ভুলে থাকা।

তবে তা ক্ষণস্হায়ী। কি করা যায়? হেভীমেটাল গান, অথবা এ্যাডাল্ট মুভী অথবা নেশার রাজ্যে নিজেকে সপে দেয়া। কিন্তু কিছু কর্তব্য বোধ নিজেকে কাছে টেনে নেয় কৃষ্ঞগহ্বরের মতো। আমি হেটে যাই জীবনের চেনা পথে। খোজা শুরু করলাম আমার চেয়ে দুঃখে থাকা মানুষদের, নিজের অভিজ্ঞতা দিয়ে তাদের সমস্যায় নিজেকে জড়ালাম।

পেয়েও গেলাম অনেককে যাদের বুকে লুকিয়ে আছে দঃস্বপ্নের চোরাবালী অথবা আধারের কারখানা। প্রথমে ঢুকতে হলো, আলো জ্বালাতে গিয়ে নিজেই হারিয়ে যাবো নাকি? মনে সাহস যোগালো রাসেল। ছায়ার মতো লেগে থাকলো আর বাচালো কড়া দাবদাহ থেকে পথ দেখিয়ে। সমাধান হলো কিছু, কিছু সমাধানের বাইরে। তবু আমার পথ চলা থামেনা, সবাই হাসি মুখে চলে যায় যার যার আস্তানায় আর আমি আবার ফিরে আসি আমার দুঃখের কৃষ্ঞগহ্বরে।

ছুতে চাই সেই আলোটাকে, রিনকে, পারি না, আজ সব দরজা রুদ্ধ! তবু ভুলিতে পারি না, ভোলা যায় না! নিত্য নতুন সমস্যার নিত্য নতুন সমাধান হতে পারে এটা জানা ছিলো না তবু এমনও কিছউ শুনতে হবে সেটা আমার ধারনা ছিলো না। প্রতিটা বছরের প্রথম বৃস্টি সত্যি আবেগময়, সত্যি সুমধুর। ভিজতে ভিজতে নিজেকে পথের মাঝে হারিয়ে ফেলে আবিস্কার করা যায় এক আলাদা সত্বা। এমনি এক রাতে কেউ হাত ধরে ছিলো। চোখ দিয়ে বইছিলো অশ্রু।

কিছু বুঝতে পারি না, কারন বৃস্টির ফোটায় হারিয়ে যায় চোখের জল। মুখে এক চুম্বন একে দিয়ে বলে," ভালোবাসি, শুধু ভালোবাসি! কোনো উত্তর দিয়ো না প্লিজ!" এতটুকু শুনেই ফ্লাশবেকে ধরা দেয় আমার রিনের সেই হাসিটুকু, অথবা অনিশ্চয়তায় থেকে অশ্রু ভেজা সেই মুখ! কিছুই বলতে পারি না, শুধু এতটুকু বলা," সবকিছু আমার জন্য নয়, সব ভালো লাগা আমার জন্য নয়, সব চাওয়া পূর্ন হবার নয়!" তবু সে হাত ছাড়ে না, চলতে চায় আমার না চলা পথে। ভাগ বসাতে চায় আমার প্রতিটা অনুভূতির। চোখে শুধু আগামীর স্বপ্ন, আমি চিনি এই চাহনী দেখেছিলাম রিনের চোখে! আবার ফিরিয়ে দেই, প্রতিদিন ফিরিয়ে দেই! শুধু কি সেই, না শুধু সেই নয়! আমি জানি সব মরিচিকা, এ ভালোবাসা নয়, এ এক দুর্বার মোহ যা মুগ্ধ করেছে কতনা অজানা চোখ! আমি দূরে দূরে পালাই, কিন্তু মরার জীবন আমাকে পালাতে দেয় না, আয়োজন ছাড়ে না সব জৈবিক ভালোবাসার। যখন মোহমুক্তি হবে তখন কি ভালোবাসা থাকবে? আমি জানি না, তবে এটা জানি শুধু রিন ছাড়া আমার ভালোবাসা আর কোনো কালেই হবে না!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।