আমাদের কথা খুঁজে নিন

   

জটিল সমস্যা, বন্দু বিয়ে করবে বাড়ী নাই

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

আনুমানিক চার মিনিট আগে, আমি আমার বন্দুকে ফোন করলাম এবং বল্লাম যে, বন্দু আমার খোজ খবর রাখেনা। বন্দু আবার বলে আরেক কথা। তার বন্দু বিয়ে করবে কিন্তু বাড়ী নাই। সে এটা নিয়ে অনেক চিন্তা করছে। আর তার বন্দু এ চিন্তায় মরে মরে। আচ্ছা বলুনত, বন্দুর এসব আজগবী চিন্তা কেন হলো। পরে আমি চিন্তা করে দেখলাম, আসলে বন্দু বড় চালাক মনে হয় মিটি মিটি প্রেম করে আর বর্তমান প্রেম মানে হলো বাড়ী, গাড়ী। pls give me comments what is the menings of love?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।