আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (৫): Ominous

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
রবার্ট থর্ন একজন আমেরিকান কূটনীতিবিদ (diplomat) যার স্ত্রী ক্যাথরিনকে একটি বেদনাদায়ক জন্মদান প্রক্রিয়া সহ্য করতে হয়—তাদের সদ্যোজাত সন্তানটি মারা যায়। থর্ন জানেন এই দুঃসংবাদ ক্যাথরিনকে অত্যন্ত বিপর্যস্ত করে ফেলবে, কারণ ইতোমধ্যে দু'বারই তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছে। এগিয়ে আসেন হাসপাতালের যাজক, থর্নকে উপহার দেন সে রাতেই জন্ম নেয়া আরেকটি শিশু, যার মা তাকে জন্ম দেয়ার সময় মারা গেছেন। যাজক থর্নকে বুঝান বাচ্চাটিকে নিজের বলে গ্রহণ করতে; ক্যাথরিন সত্যটি কখনো জানবেন না, এবং বাচ্চাটি, যার নাম হবে ড্যামিয়েন, বেড়ে উঠবে তাদেরই রক্ত মাংসের পরিচয়ে।

নিজের পেশায় থর্ন ক্রমান্বয়ে উন্নতি করতে থাকেন—তিনি যুক্তরাজ্যে আমেরিকার রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং পূর্ব লণ্ডনের একটি বাড়িতে বাস করতে থাকেন। কিন্তু বাচ্চাটির বয়স পাঁচ পূর্ণ হবার সাথে সাথে অস্থির সব ঘটনাআর অশুভ চিহ্নের আবির্ভাব ঘটতে থাকে; ড্যামিয়েনের আয়া বাচ্চাটির জন্মদিনে ফাঁসিতে ঝুলে পড়ে; অদ্ভুত এক যাজক থর্নের জন্য নিয়ে আসেন ভয়ংকর সাবধানবাণী; চিড়িয়াখানায় বাচ্চাদের এক ভ্রমণে শুরু হয় আতঙ্কগ্রস্ত ছোটাছুটি; গির্জায় নিয়ে যাওয়ার সময় উন্মত্তের মত আচরণ করতে থাকে ড্যামিয়েন; এবং ধারাবাহিক কিছু ছবিতে ঝাঁপসা চিহ্ন একের পর এক মানুষের নৃশংস মৃত্যুর ইঙ্গিত করে যায়। অস্বস্তিকর এসব ঘটনা এবং অশুভ চিহ্ন দিন দিন বাড়তে থাকে, যা নির্দেশ করে ভুল—মারাত্মক কোনো ভুল—জড়িয়ে আছে ড্যামিয়েনের সাথে। ঠিক সে সময় আসে মিসেস বেলক, ড্যামিয়েনের নতুন আয়া, বাচ্চাটির প্রতি দেখা যায় তার পূর্বনির্ধারিত অনুরাগ। আর তখনই দুর্ঘটনা হানা দেয় একেবারে থর্নের দোরগোড়ায়।

কিন্তু থর্ন সত্যটি বুঝতে পারেন আরো পরে : ড্যামিয়েন কোনো সাধারণ বাচ্চা নয়, সে বহুল ভবিষ্যতবাণীকৃত (prophesied) আ্যন্টিক্রাইস্ট (Anti-Christ), শয়তানের পুত্র। আর ড্যামিয়েন যে শয়তানের পুত্র, তার অকাট্য প্রমাণ হলো একটি সংখ্যা, 666: যা ড্যামিয়েনের মাথার খুলিতে চুলের নিচে ত্রিভুজাকৃতিতে অঙ্কিত রয়েছে। থর্নকে এখন চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে হবে এবং পৃথিবী যে অনির্বচনীয় হুমকির মধ্যে রয়েছে তা বানচাল করতে হবে। উপরের বর্ণনাটি ১৯৭৬ সালের ব্লকবাস্টার উৎকণ্ঠার, ভৌতিক ছবি The Omen এর একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। ছবিটি নির্মিত হয়েছে পৃথিবীর শেষ সময়ের ব্যাপারে খ্রিস্টধর্মে পশু (the Beast), কেয়ামতের দিন (the Doom’s Day), এবং আর্মাগেডনের যুদ্ধ (the Battle of Armageddon) প্রভৃতি সংক্রান্ত ভবিষ্যতবাণীর উপর ভিত্তি করে।

একটি ওমেন (omen), যাকে portent বা presageও বলা যায়, হলো প্রাকৃতিক কোনো স্বতঃসিদ্ধ ঘটনা যা ইঙ্গিত দেয় ভবিষ্যতের কোনো ঘটনার, বিশেষ করে কোনো পরিবর্তনের। যদিও omen ভালো খারাপ দুই-ই হতে পারে, শব্দটি অশুভ ইঙ্গিত অর্থেই বহুল ব্যবহৃত হয়, বিশেষ করে ominous বিশেষণটিতে: Ominous (adj.)Threatening, menacing: “Seeing ominous clouds on the horizon, I returned home early."
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.