আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (৪): Accolade

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
ভিক্টোরিয়ান চিত্রকর এডমান্ড ব্লেয়ার লেইটনের আঁকা উপরের ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে একটি অনুষ্ঠান, যেখানে মধ্যযুগীয় এক সম্রাজ্ঞী বিজয়ী যোদ্ধাকে নাইট পদে (knighthood) অভিষিক্ত করছেন। সম্রাজ্ঞী প্রথমে তরবারির চওড়া অংশটি যোদ্ধার ডান কাঁধে রেখে মৃদু আঘাত করবেন। তারপর তিনি তরবারিটিকে আলতো করে যোদ্ধার মাথার উপর দিয়ে উঠিয়ে নিয়ে তার বাম কাঁধে রাখবেন এবং আগের মত মৃদু আঘাত করে তাকে নাইট হিসেবে ঘোষণা দিবেন। যোদ্ধা উঠে দাঁড়াবে এবং সম্রাজ্ঞী তাকে তার নির্ধারিত বাহিনীর স্মারক (insignia) পরিয়ে দিবেন।

যোদ্ধার নামের পূর্বে এখন থেকে স্যার উপাধি বসবে। নাইটহুড প্রাপ্তি যোদ্ধার জন্য অবশ্যই একটি বড় উপহার এবং সম্মান, এবং এ ধরণের অনুষ্ঠানকে মধ্যযুগে বলা হত আ্যকোলেইড (Accolade)। শব্দটির ব্যূৎপত্তি হলো ad- অর্থাৎ to, on + collare অর্থাৎ collar ঘাড়; আক্ষরিকভাবে বললে, কলার বা ঘাড়ে পুরস্কার লাভ করা। স্বভাবতই, লেইটনের ছবিটির নামও The Accolade. সময়ের স্রোতে, accolade শব্দটির মানেও বর্ধিত হয়েছে। বর্তমানে accolade (বিশেষ্য) হতে পারে ১।

একটি পুরস্কার (award), ২। প্রশংসা বা সমর্থনসূচক কোনো বাক্য (an expression of approval or praise), বা ৩। বিশেষ কোনো অভিবাদন (a special acknowledgement)। শুধুমাত্র মধ্যযুগীয় কোনো অনুষ্ঠানের মধ্যে accolade এর মানে এখন আর সীমাবদ্ধ নয়।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.